Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১১, ২০২২

গরুপাচার কান্ডে সিবিআই এর হাতে আটক অনুব্রত

তদন্তে অসহযোগিতার অভিযোগে, বৃহস্পতিবার ১১টা নাগাদ বীরভুমের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
গরুপাচার কান্ডে সিবিআই এর হাতে আটক অনুব্রত

শরীর খারাপের অজুহাত দেখিয়েও, শেষরক্ষা হল না। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আটক করল সিবিআই । এর আগে গরুপাচার কান্ডে সিবিআই এর তলব বার দশেক এড়িয়ে গেছেন তিনি ।

তদন্তে অসহযোগিতার অভিযোগে, বৃহস্পতিবার ১১টা নাগাদ বীরভুমের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই । এর আগে, গরু পাচার তদন্তে অনুব্রতকে মোট ১০ বার নোটিস পাঠিয়েছিল সিবিআই । প্রথমবার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ পাওয়ার চেষ্টাও করেছিলেন তিনি । কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত । পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে, চিকিৎসার অজুহাত দেখিয়ে ভর্তি হন তিনি । হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একবারই সিবিআই এর জেরার মুখোমুখিও হন । কিন্তু তারপর থেকে সিবিআই যতবারই তাকে তলব করে, ততবারই নানা অজুহাতে এড়িয়ে যান তিনি।

বৃহস্পতিবার সকাল সকাল, সিবিআই এর আট-দশজনের একটি টিম বোলপুরে অনুব্রতর বাড়িতে পৌঁছন । সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরাও । অনুব্রতর বাড়ি চারদিক দিয়ে ঘিরে ফেলে সিআরপিএফ । সিবিআই টিম কেষ্ট মণ্ডলের বাড়িতে তল্লাশি চালান, সেই সঙ্গে জেরা করা হয় তাকে। তারপর তাঁকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা ।

সূত্রের খবর আসানসোল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে ।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই । তার কাছে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে । অনুব্রত ঘনিষ্ঠ তিন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নথি ও ১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি । সায়গল হোসেনকে গ্রেফতারের পর সিবিআই আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে, তাতে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!