Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৪

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হল, পরীক্ষার তারিখ অপরিবর্তিত

আরম্ভ ওয়েব ডেস্ক
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হল, পরীক্ষার তারিখ অপরিবর্তিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদলে গেল। মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় ছিল ১১:৪৫ থেকে সেই সময় বদলে হল ৯:৪৫ মিনিটে শুরু হয়ে তিন ঘণ্টা চলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদলে ১২টার পরিবর্তে ৯:৪৫ মিনিটে শুরু হয়ে তিন ঘণ্টা চলবে।
তবে দুই পরীক্ষারই রুটিন অনুযায়ী তারিখের কোনও পরিবর্তন হচ্ছে না।
বৃহস্পতিবার নবান্নে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে রাজ্য সরকারের তরফে বলা হয়, পরীক্ষার্থীরা যাতে সন্ধ্যার আগে নিরাপদে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারে, কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন অপরিবর্তিত রেখে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!