- দে । শ
- সেপ্টেম্বর ২, ২০২২
চিটফান্ড কান্ডে গ্রেপ্তার হালিশহরের পুরপ্রধান। ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত লাখ লাখ টাকা?
হালিশহর পুরসভার চেয়ারম্যান, আর তৃণমূল নেতা রাজু সাহানির নিউ টাইউনের ফ্ল্যাট থেকে সিবি আই ৫০ থেকে ৬০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।

চিত্র সংগৃহীত
হালিশহর পুরসভার চেয়ারম্যান, আর তৃণমূল নেতা রাজু সাহানির নিউ টাইউনের ফ্ল্যাট থেকে সিবি আই ৫০ থেকে ৬০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। গ্রেপ্তার করা হয়েছে রাজুকে। প্রশ্ন উঠেছে, তাঁর ফ্ল্যাটে এত টাকা কোত্থেকে এল? সিবিআই সূত্রে জানানো হয়েছে টাকা গোনা এখনও চলছে। বিদেশি ব্যাঙ্ক তাঁর অ্যাকাউণ্টের সন্ধান মিলেছে।
এরকম কিছু নথিপত্র খুঁজে পেয়েছে সিবিআই। চিটকান্ড কান্ডের তল্লাশিতে রাজু সাহানি জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। তখনই সিবি আই নজর পড়ে তাঁর ওপর। বাজেয়াপ্ত টাকার অঙ্কের যে হিসেব দেওয়া হয়েছে। গননা শেষ হবার আগে তাঁর পরিমান কী করে জানতে পারল সিবিআই? এটা কি নিছক অনুমান?
❤ Support Us