Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১১, ২০২৪

রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বোস

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বোস

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারি ও তাঁকে খুঁজে বের করা নিয়ে রাজ্যের পদক্ষেপ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব অবগত করেছেন বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে তদন্তের স্বার্থে সেই আলোচনার নির্যাস রাজ্যপাল সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেননি।

রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিক এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি বোসের সঙ্গে বৈঠক করেন। সন্দেশখালি সহ একাধিক বিষয়নি তাঁদের মধ্যে আলোচনা হয়।

এই বৈঠক প্রসঙ্গে শুক্রবার রাজ্যপাল বলেন, “ওই ঘটনা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানানো হয়েছে আমাকে। শেখ শাহজাহানকে গ্রেফতারে দেরি নিয়েও রাজ্য আমাকে জানিয়েছে। যে হেতু তদন্ত চলছে, বিষয়টি গোপন রাখতে চাই।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানো নিয়েও কোনও প্রশ্নের উত্তর দেননি রাজ্যপাল। সঠিক তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ করে নবান্ন উপযুক্ত পদক্ষেপ করবে বলে আশাপ্রকাশ করেন রাজ্যপাল।

প্রসঙ্গত গত শুক্রবার সন্দেশখালির ঘটনার পর বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনকে অভিযুক্ত করেছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন,”ফল ভুগতে হবে।” কড়া বার্তা দিয়ে বলেছিলেন, সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসাবে তিনি উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ করবেন। এর পর গত শুক্রবার মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে তলব করেছিলেন তিনি। তলব করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজিকেও। সেই তলবের ছ’দিন পর বৃহস্পতিবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব রাজভবনে যান। রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব তাঁর সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করতে এসেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!