Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৭, ২০২৩

তাইওয়ান প্রণালীতে হঠাৎ মার্কিন রণতরী, জলতরঙ্গে যুদ্ধের আবহ। ক্ষুব্ধ চিনের প্রতিক্রিয়া , ওয়াশিংটন উত্তেজনা ছড়াচ্ছে

ক্ষুব্ধ প্রতিক্রিয়া চিনের, ওয়াশিংটন উত্তেজনা ছড়াচ্ছে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
তাইওয়ান প্রণালীতে হঠাৎ মার্কিন রণতরী, জলতরঙ্গে যুদ্ধের আবহ। ক্ষুব্ধ চিনের প্রতিক্রিয়া , ওয়াশিংটন উত্তেজনা ছড়াচ্ছে

তাইওয়ান প্রণালীতে হঠাৎ ঢুকে পড়ল মার্কিন রণতরী। চিনও সব দিক থেকে প্রস্তুত। ওয়াশিংটন মার্কিন রণতরীর প্রবেশকে নিছক নিয়মের কার্যক্রম বললেও, চিন এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে চিন সাগরে তীক্ষ্ণ নজরপাত অব্যাহত রেখে বলেছে,বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে প্রত্যাঘাত অসম্ভব নয়। আমেরিকা উত্তেজনা তৈরি করছে।

গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি পেলোসির হঠাৎ তাইওয়ান সফরের পর পরিস্থিতি জটিলতর হয়ে ওঠে। বাকযুদ্ধে জড়িয়ে পড়ে দুই শক্তিধর দেশ। চিন দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেয়, তাইওয়ান আমাদের ভৌগোলিক এলাকা। চিনের ঘরোয়া মামলায় ওয়াশিংটন নাক গলাচ্ছে। তাইওয়ান নিয়ে চিন একা নয়। পাশে রয়েছে রাশিয়া ও তাঁর সহযোগী দেশগুলো। আমেরিকার পাশে আছে, অস্ট্রেলিয়া-জাপান এবং ইউরোপের কয়েকটি দেশ। ভারত নিরপেক্ষ। সে চায় দক্ষিণ চিন সাগরর ভেতর দিয়ে বাণিজ্য তরীর অবাধ জলপথ।

মার্কিন রণতরীর প্রয়োগে উদ্ভূত পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নেবে বলে মনে হয় না। সমুদ্র যুদ্ধ শুরু হলে বিপদ বাড়বে ওয়াশিংটনের। জাপান-অস্ট্রেলিয়া-ওয়াশিংটন জোট ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে তাইওয়ানের পাশে দাঁড়াতে পারবে না। দ্বিতীয়ত, মার্কিন উস্কানির পরিণাম তাইওয়ানের বিপর্যয় ডেকে আনবে। আরেক ইউক্রেন হয়ে উঠবে চিনের পূর্ব সাগরীয় এলাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!