- দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৪
দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে কেন্দ্রকে কী বার্তা দিলেন মমতা?
দক্ষিণেশ্বরে মেট্রোরেলের চলাচল সঠিক ভাবে করার জন্য ৯০ মিটার জমি লাগবে রেলের। সেই জমি নিতে গেলে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে হবে বলে রাজ্যের দাবি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, “শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।”
মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হৃদয়ের মণিমুক্তো। পুলিশের হৃদয়ের মণিকোঠায় আলিপুর বডিগার্ড লাইন্স। এর কোনওটাই আমি ভাঙতে দেব না। দরকরে রুট বদলাতে সাহায্য করব। রেলের, ডুফেন্সের হাতে সবচেয়ে বেশি জমি আছে। বিকল্প ভাবনা ভাবতে হবে।”
মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমি দীর্ঘদিন রেল মন্ত্রক সামলেছি। কোনও সমস্যা হলে কি ভাবে সমাধান করতে হয়, তা আমি জানি। বাংলায় মেট্রো জোন আমি তৈরি করেছিলাম। আমি না থাকলে দিল্লি মেট্রোই হত না। জট ছিল। আমি ডেকে সমাধান করেছিলাম। গোয়ায় অ্যান্টি কলিশন ডিভাইস লাগানোর ব্যবস্থা আমি করেছিলাম। ফলে সমস্যা সমাধান করতে চাইলে আমি সহযোগিতার হাত সব সময় বাড়িয়ে রেখেছি। আগামী দিনেও সহযোগিতা করব। কিন্তু তোমরা আমাদের বুকের উপর বসে আমাদের দীর্ঘদিনের যে হেরিটেজ, ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেটা আমি হতে দেব না।”
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন, “দক্ষিণেশ্বর আজকের নয়। সেখানে হাত দিতে হলে বিবেকানন্দের কথা মনে করতে হবে রামকৃষ্ণের কথা মনে করতে হবে। ভবতারিনী মায়ের কথা মনে করতে হবে।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “সম্প্রতি রেলের তরফে পিডাব্লুডি-র কাছে এই চিঠি এসেছে। আমি বিষয়টা খবরে পড়ে জানতে পেরেছি। কিছুতেই এসব করতে দেব না।”
❤ Support Us