Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৪

নিষ্ক্রিয় আধার সমস্যার সমাধানে পোর্টাল চালু রাজ্যে, দেওয়া হবে আলাদা কার্ড। নবা্ন্নে থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর ।আধার বিভ্রাটের দায় রাঁচির, স্বীকার শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
নিষ্ক্রিয় আধার সমস্যার সমাধানে পোর্টাল চালু রাজ্যে, দেওয়া হবে আলাদা কার্ড। নবা্ন্নে থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর ।আধার বিভ্রাটের দায় রাঁচির, স্বীকার শুভেন্দুর

বিভেদের রাজনীতি করছে কেন্দ্রের শাসক দল, রাজ্যের বিভিন্ন জেলায় নাগরিকদের আধার নিষ্ক্রিয় করার প্রসঙ্গে নবান্ন থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী ।

নদিয়া সহ, বাংলাদেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের আধার কার্ড বাতিল করা হয়েছে । এই মর্মে তাদের কাছে ডাক যোগে চিঠিও পাঠানো হয়েছে । এদিকে আধারের সঙ্গে ব্যাঙ্ক একাউন্ট সহ বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্প যুক্ত থাকায় আতঙ্কে ভুগছেন বাতিল হওয়া আধারের মানুষজন । এমনকি কলেজে ভর্তি হতে গিয়েও সমস্যার মুখে পড়ছেন আধার বাতিল হওয়া ছাত্রছাত্রীরা । এবার কি তাদের নাগরিকত্ব নিয়ে উঠবে প্ৰশ্ন, ভিটে মাটি হারা হবেন তারা, সেই নিয়েই উদ্বিগ্ন তারা।

রবিবার বীরভূম জেলা সফরে, সিউড়ির সভা মঞ্চ থেকে আধার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন লোকসভা নির্বাচনের আগে চক্রান্ত করছে কেন্দ্র । আধার, ভোটার কার্ড বাতিল করে এখানে সিএএ, এনআরসি করতে চাইছে কেন্দ্রের শাসক দল । সাধারণ মানুষরা যাতে রাজ্যের সামাজিক প্রকল্প গুলির সুযোগ গ্রহনে বঞ্চিত হয় তাই এই চক্রান্ত বলে অভিযোগ করেন মমতা । পরে ওই সভা মঞ্চ থেকেই তিনি বলেন, আধার বাতিল হওয়া কোনো মানুষ যাতে রাজ্যের সরকারি প্রকল্পের সুযোগ গ্রহনে বঞ্চিত না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । তারপরেই আজ নবান্নে বাতিল আধার পর্যালোচনায় বৈঠক হয় নবান্নে । জেলাশাসকদের সঙ্গে মুখ্য সচিবের ওই বৈঠকের পর, সোমবার মুখ্যসচিব বিপি গোপালিককে সঙ্গে নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, বাতিল আধার সংক্রান্ত সমস্ত অভিযোগ গ্রহনে মঙ্গলবার থেকেই রাজ্য একটি পোর্টাল চালু করছে । যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁরা সেখানে অভিযোগ জানাতে পারবেন । একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, ‘ যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য । ব্যাঙ্ক বা অন্য কাজে কারও সমস্যা হবে না । ’ পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব ওই সাংবাদিক সম্মেলনে বলেন, যে প্রক্রিয়ায় রাজ্যের বিভিন্ন জেলার মানুষদের আধার নিষ্কিয় করে দেওয়া হচ্ছে তা আধার সংক্রান্ত নিয়মাবলী এবং আইন বিরুদ্ধ । অবিলম্বে নিষ্ক্রিয় হওয়া আধার সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারে ওই পোর্টালে অভিযোগ নথিভূক্তের কথা বলেন তিনি ।

আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রসঙ্গে মমতা বন্দোপাধ্যায় এদিন আবারও বলেন, আসামের মতো বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে চাইছে বিজেপি, বাংলার মানুষের আধার নিষ্ক্রিয় করার পিছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি আছে । এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের গরিব তফশিলি, মতুয়া, মুসলিম সম্প্রদায়ের মানুষ । তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে ভয় দেখিয়ে বিভ্রান্তি তৈরি করছে বিজেপি । আধারের পাশাপাশি ভোটার কার্ড বাতিলেরও চেষ্টা করছে তারা । এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি স্পষ্ট করে দেন, কোনো ভাবেই বাংলায় এনআরসি বা সিএএ, ডিটেনশন ক্যাম্প গড়তে দেওয়া হবে না ।

এদিকে রাজ্যে আধার কার্ড নিষ্ক্রিয় করা নিয়ে আজই নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন ২৪ ঘণ্টার মধ্যে সব আধার সক্রিয় করা হবে । এপ্রসঙ্গে কেন্দ্রের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেছেন ওই পোস্টে । তিনি লিখেছেন রাঁচি আঞ্চলিক দফতরের ভুলেই তৈরি হয়েছে এই বিভ্রান্তি । সাংবাদিক বৈঠক করে বনগাঁর সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও আধার কার্ড বিভ্রাটের কথা বলেছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!