Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৪

ড্রোন থেকে কৃষকদের মিলিছে কাঁদানে গ্যাস, তীব্র নিন্দা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
ড্রোন থেকে কৃষকদের মিলিছে কাঁদানে গ্যাস, তীব্র নিন্দা মমতার

‘‌দিল্লি চলো’‌ অভিযানে যোগ দিয়েছিলেন হাজার হাজার কৃষক। হরিয়ানা সীমান্তে তাঁদের আটকাতে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। কৃষকদের ওপর এই ধরণের পুলিশি তৎপরতার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি উন্নত ভারতের উদাহরণ?‌ কেন্দ্রের স্বপ্নের প্রোজেক্ট ‘‌বিকশিত ভারত’‌ নিয়েও কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি।

‘‌এক্স’‌ হ্যান্ডেলে এক দীর্ঘ বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌যেসব কৃষকরা মৌলিক অধিকারের দাবিতে লড়াই করছে, তাদের ওপর হামলা করা হচ্ছে। কৃষকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এই হামলার আমি তীব্র নিন্দা জানাই। দেশের কৃষকদের ওপর যদি কাঁদানে গ্যাস হামলা করা হয়, তাহলে দেষ কীভাবে এগিয়ে যাবে?‌ এটা কি উন্নত ভারতের উদাহরণ?‌’‌ বিজেপি সরকারের স্বপ্নের ‘‌বিকশিত ভারত’‌–এর প্রসঙ্গ টেনে নিয়ে এসে কেন্দ্রকে খোঁচা দিয়ে মমতা আরও লিখেছেন, ‘‌ কৃষক ও শ্রমিকদের সমর্থনে কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা। কৃষকদের দমন করার পরিবর্তে বিজেপি–র উচিত নিজেদের অহংকার কমানো। ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত শাসনের দিকে মনোযোগ দিতে হবে, যা আমাদের জাতির ক্ষতি করছে।’‌
কৃষকদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থন চেয়ে মমতা আরও লিখেছেন, ‘‌মনে রাখবেন, এই কৃষকরাই লড়াই করে আমাদের সকলকে বাঁচিয়ে রাখে। সরকারের বর্বরতার বিরুদ্ধে আসুন সবাই মিলে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে লড়াই করি।’‌ বিভিন্ন দাবি–দাওয়ার ভিত্তিতে বিভিন্ন কৃষক সংগঠন পাঞ্জাব থেকে মিছিল করে দিল্লির দিকে অগ্রসর হয়েছিল। পাঞ্জাব–হরিয়ানার শম্ভু সীমানায় মিছিল পৌঁছতেই কৃষকদের লক্ষ্য করে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে পুলিশ। শম্ভু সীমানার কাছে বেশ কয়েকজন কৃষককে আটক করা হয়েছে ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!