- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৫, ২০২৪
স্থিতিশীল মুখ্যমন্ত্রী । বাড়ির সামনে বাড়ানো হল নিরাপত্তা। ঘটনার তদন্তে লালবাজারের বিশেষ টিম
স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক৷ রাতে তাঁর ভালো ঘুম হয়েছে৷ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন৷ আজ আবার তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা হবে ।
বৃহস্পতিবার সন্ধেয় নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিউরো সার্জারির প্রধান, মেডিসিনের প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁকে পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। রাতেই তিনি বাড়িতে ফিরে আসেন।
গতকাল রাতে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সেলিব্রাল কনকাশন ছিল ৷ অর্থাৎ, মাথায় চোট লাগার কারণে একটা ঘোরের মধ্যে ছিলেন তিনি৷ তিনি সেই সময় চিকিৎসকদের জানিয়েছিলেন, পড়ে যাওয়ার সময় পেছন থেকে তিনি একটি ধাক্কা অনুভব করছিলেন।
ঘটনার তদন্তে আজ লালবাজারের আধিকারিকরা মমতার কালীঘাটের বাড়িতে যাবেন৷ এজন্য ঘটন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল । কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক । সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশনকেও রাখা হয়েছে ওই দলে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷
❤ Support Us