Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৮, ২০২৪

“এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে”, ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
“এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে”, ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

“এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে। বাংলাই পথ দেখায়, একটু সময় করে বই পড়ুন, নতুন প্রজন্ম বই পড়ুন।’’ ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করলেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ বহুদিনের। ১৭৫৭ সালের পর থেকে স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশরা এখানে প্রচুর কাজ করেছেন। স্থাপত্য, ভাস্কর্য অসামান্য। আমি লন্ডনের অলিগলি হেঁটে ঘুরেছি, সব রাস্তা চিনি, লন্ডন শুধু ওনাদের নয়, আমাদেরও। ২৯টি দেশ আমাদের এখানে যোগ দিয়েছে এই বইমেলায়।’’
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘আগে খুব ছোট জায়গায় বইমেলা হত, এখন কত বড় জায়গায় হয়! এই জায়গাটা আমরা বইমেলা কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি স্থায়ীভাবে।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন সাড়ে তিনটে নাগাদ বইমেলা প্রাঙ্গণে চলে আসেন, ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টল। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর মোট ৫টি বই প্রকাশিত হবে । এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‘১৯৯৫ সাল থেকে আমার বই বেরোয়। আমার প্রথম বই ‘উপলব্ধি’। আজকের হিসেব ধরলে আমার মোট বই ১৪৩টি। আগামী বছর আরও ৭টি বই লিখব বইমেলায় আগে।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!