- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২১, ২০২৪
ভাষা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা: সব জাতি, সংস্কৃতিকে সম্মান করে বাংলা। বিভেদকামীরা বাংলার কলঙ্ক, ওদের অপচেষ্টা ব্যর্থ হবে।
আধার বাতিল ইস্যুতেও তিনি কেন্দ্রের সমালোচনা করে বলেন, কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত চলছে, সেটা আমারা রুখে দিলাম । এটা বাংলা, অন্য জায়গা নয়। আমাদের বিবেবকে জাগ্রত করতে একটা মুহূর্তই লাগে
বিভেদের রাজনীতি করে বাংলাকে পর্যদস্তু করা যায়না। শিখ পুলিশ আধিকারিককে শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে আবারও তীব্র সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে, বিজেপির নাম না করেই তিনি বলেন, বাংলার সংস্কৃতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার ওরা চক্রান্ত করেছে। সবাইকে বলবো এই অপচেষ্টাকে সম্মিলিত ভাবে রুখতে হবে।
এদিনের সভা মঞ্চ থেকে তিনি বলেন, সব ভাষার নিজস্বতা আছে। সব ভাষাকেই আমরা সম্মান করি। একই রকমভাবে ভিন্ন সংস্কৃতির প্রতিও বাংলার মানুষ সহিষ্ণু। তারা সবাইকে আপন করে নেয়। যখন নিজের কর্তব্যেরত এক পাঞ্জাবি পুলিশ অফিসারকে ‘খলিস্তানি’ বলে অপমান করা হয়, তারও প্রতিবাদ করি আমরা। যাঁরা এধরনের মন্তব্য করছেন, তাদের বলি দেশে সামরিক বাহিনীতে পাঞ্জাব রেজিমেন্ট নেই, গোর্খা রেজিমেন্ট নেই। সব ধর্মকেই আমরা ভালোবাসি, কিন্তু একজন পঞ্জাবি পাগড়ি পরে বলে তাঁকে তুমি ‘খলিস্তানি’ বলে দেবে।
আধার বাতিল ইস্যুতেও তিনি কেন্দ্রের সমালোচনা করে বলেন, কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত চলছে, সেটা আমারা রুখে দিলাম। এটা বাংলা, অন্য জায়গা নয়। আমাদের বিবেবকে জাগ্রত করতে একটা মুহূর্তই লাগে। কোন অধিকারে এনআরসি, ডিটেশন ক্যাম্প তৈরির চক্রান্ত করছে ওরা। কোন অধিকারে মতুয়াদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। জোড় করে মানুষের জন্মভূমির অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এটা ভোটের খেলা। আমি রাজনীতির অঙ্কে বিশ্বাস করিনা, মানবিকতার অঙ্কে, মানুষের অধিকারের অঙ্কে বিশ্বাস করি। সমালোচনার করার অধিকার সকলের আছে। কিন্তু যদি কেউ মনে করেন গায়ের জোড়ে চ্যানেলে বসে বাংলাকে অসম্মান করবেন, ভাষাকে অসম্মান করবেন, সেই অপচেষ্টা রুখবে বাংলা।
কত মুসলিম অফিসার, আইপিএস, ডব্লুবিসিএস আছে, তাকে তুমি পাকিস্তানি বলে দেবে। ওরা বাংলার সবচেয়ে বড়ো কলঙ্ক, যারা বাংলাকে কলুষিত করছে। লাঞ্ছিত করছেন, পর্যদস্তু করছেন। তাদের আমি বলি আগামীদিন ভালো থাকবেন। আপনার চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না। কিন্তু বাংলার অধিকার মর্যাদা কীভাবে রক্ষা করতে হয় এটা আমারা জানি । আমরা মাথা নত করতে জানিনা, মাথা উঁচু করে চলি। বাংলা বারবার প্রমাণ করেছে, আগেও করবে। ২১এ ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন। এই একুশ যেন বারাবার ফিরে আসে, তবে রক্তাক্ত একুশ নয়। মানুষের ভালোবাসার একুশ। ভালো ভাষা আর ভালোবাসার সমন্বয়ে।
❤ Support Us