- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৯, ২০২৩
অস্ত্রোপচারের পর এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী, দিলেন নববর্ষের আগাম শুভেচ্ছা বার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ছোট্ট একটি অস্ত্রোপচার হল শুক্রবার এসএসকেএম হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থই আছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷
হাসপাতাল থেকে বেরনোর আগে মুখ্যমন্ত্রী নিজেই বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে হেলিকপ্টার বিপত্তিতে তাঁর যখন পায়ে চোট লাগে, তখনই কাঁধেও একটি আঘাত লেগেছিল ৷ সেই চোটের জায়গাতেই এ দিন অস্ত্রোপচার হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নিজেও জানান, তিনি ভাল আছেন ৷
এ দিন দুপুরেই রুটিন চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ৷ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রুটিন পরীক্ষার সময়ই ডান কাঁধে একটি পুরনো চোটের কথা চিকিৎসকদের জানান মুখ্যমন্ত্রী ৷ যা দেখে চিকিৎসকরা ছোট একটি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন ৷
এসএসকেএম ছাড়ার আগে মুখ্যমন্ত্রী নিজেও বলেন, “সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই ৷ হেলিকপ্টারে যখন পায়ে চোট লেগেছিল তখনই কাঁধেও লেগেছিল ৷ আমি ভাল আছি ৷”
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক মুকুল ভট্টাচার্য এবং অভিমন্যু বসু মুখ্যমন্ত্রীর এদিন কাঁধে অস্ত্রোপচার করেন ৷ এ ছাড়াও একজন হৃদরোগ বিশেষজ্ঞও অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন ৷
অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথাও বলেন৷ তাঁকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ অস্ত্রোপচার শেষে হাসপাতালেই চা খান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে দেখতে হাসপাতালে যান কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
❤ Support Us