Advertisement
  • এই মুহূর্তে দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৫, ২০২৪

“খেলাশ্রী” পুরস্কার প্রদানের আগে ক্রিকেট খেললেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
“খেলাশ্রী” পুরস্কার প্রদানের আগে ক্রিকেট খেললেন মমতা

“খেলাশ্রী” পুরস্কার প্রদানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর ধনধান্য প্রেক্ষাগৃহে ব্যাট হাতে ক্রিকেট খেললেন, বল করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।   শুধু ব্যাটই নয়, মুখ্যমন্ত্রী হাতে তুলে নিলেন ফুটবল, হকিস্টিক।

বৃহস্পতিবার আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে বিকেল ৪টে থেকে ছিল “খেলাশ্রী” পুরস্কার প্রদান কর্মসূচি। রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার ও সম্মান জ্ঞাপনের পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদান করা হয়। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতী খেলোয়ারদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সভাতে, ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রচার মঞ্চে এর আগে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে ফুটবল হাতে দেখেছেন। তখন মুখ্যমন্ত্রীর মুখে ছিল “খেলা হবে স্লোগান”, এবার আবার লোকসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী হাতে তুলে নিলেন ক্রিকেট ব্যাট, হকিস্টিক। এবার কি তাহলে লোকসভা নির্বাচনের আগে মঞ্চে মুখ্যমন্ত্রীকে ক্রিকেট ব্যাট, হকিস্টিক হাতে দেখা যাবে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!