Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৩, ২০২৪

রাজ্যের ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি নিয়ে বড়ো ঘোষণা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি নিয়ে বড়ো ঘোষণা মমতার

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্নার দ্বিতীয় দিনে বড় চমক মমতা ব্যানার্জির। ২১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যেরে ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া মজুরি দেওয়ার কথা ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক বিশেষজ্ঞমহলের মত, লোকসভা ভোটের আগে এটা মমতার মাস্টারস্ট্রোক।

শনিবার রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে ধর্না মঞ্চে বসে তিনি বলেন, ‘‌আমরা বিজেপি–র কাছে ভিক্ষা চাই না বা আমরা বিজেপি–র ভিক্ষা চাই না৷ রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না। কেন্দ্রের কাছে রাজ্যের যে ২১ লক্ষ মানুষের ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে, তা মেটাবে নবান্ন। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এই ২১ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া মজুরি ঢুকে যাবে। ৩ বছর ধরে ১০০ দিনের প্রকল্পে কাজ করে একটা টাকাও পায়নি শ্রমিকরা।’‌

মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। কিন্তু তিনি সেটা যে হতে দেবেন না, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার ভাবছে, কীভাবে বাংলাকে ভাতে মারব। আবাসন প্রকল্পের ১১ লক্ষের টাকা দেয়নি। আবাসন প্রকল্পের ব্যাপারে আজ কিছু ঘোষণা করব না। তবে আমার ওপর ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন।’‌

এদিন ধর্না মঞ্চ থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ, রাজস্থানে চুরি হয়েছে। কটা বিচার হয়েছে?‌ বাংলা অন্য রাজ্যকে পথ দেখাবে। সব আঞ্চলিক দল যদি একযোগে এগিয়ে যায়, বিজেপি সমস্যায় পড়বে। ওরা অনেক অত্যাচার করেছে। আর সহ্য করব না। আমরা বিজেপি–র বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!