- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৩, ২০২৪
বীরভূমে কেষ্টর উপরই ভরসা মমতার, ভোটের আগে জেলার কোর কমিটিতে রদবদল, বাদ কাজল শেখ
বীরভূমে অনুব্রত মণ্ডল এবং তাঁর মডেলের উপর নির্ভর করেই ভোট হবে। কালীঘাটে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে বীরভূমের তৃণমূল কোর কমিটি থেকে ছেটে দিলেন কাজল শেখকে। রীবভূমে ৯ জনের কোর কমিটির পরিবর্তে এবার ৫ জনের উপর সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল।
মঙ্গবারের বৈঠকে ৯ জনের কোর কমিটির পরিবর্তে পাঁচজনের কমিটি চূড়ান্ত হয়। এই কমিটিতে রাখা হয়েছে অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত, আশিস বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। কাজলের পাশাপাশি কমিটি থেকে বাদ পড়লেন বিশ্ববিজয় মাড্ডি এবং দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। দায়িত্ব দেওয়ার পর কাজল শেখের কর্মপদ্ধতি নিয়ে ওই জেলারই বিধায়কদের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়েছিলেন তৃণমূলনেত্রী। তারপরই মঙ্গলবারের বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন দলনেত্রী। আপাতত নানুর ও কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে কাজল শেখকে।
বিশ্বভারতী কাণ্ডে চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে এই বিষয়টি মনে করিয়ে কাজল শেখকে রীতিমতো ধমকের সুরে তৃণমূলনেত্রী বলেন, “তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে গেলে? তুমি শুধু জেলা পরিষদের সভাধিপতি। গোটা বীরভূম দাপিয়ে বেড়ানোর দরকার নেই। জেলার একটা কোর কমিটি করে দেওয়া হল। সেখানে আপাতত তোমার থাকার দরকার নেই। প্রয়োজন হলে তোমায় নেওয়া হবে।” কমিটি থেকে কাজলকে ছেঁটে তৃণমূল ভোটের আগে সকলকে নিয়ে একসঙ্গে সমন্বয় করে চলার বার্তাই দিলেন।
এদিন বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “দলনেত্রী আলোচনা করেছেন কীভাবে কাজ হবে। একটি কমিটি গঠন করা হয়েছে। বাকি দায়িত্ব সময় এলে বুঝিয়ে দেওয়া হবে। অনুব্রতর জায়গা তাঁরই থাকবে। কেউ যদি ভেবে থাকেন কেষ্টর জায়গা নেবেন, সেটা সম্ভব না।” অনুব্রত মণ্ডল ফিরে এলে ফের তাঁর হাতেই যে দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা ইঙ্গিতে বুঝিয়েছেন শতাব্দী। পাশাপাশি কাজল শেখকেও তিনি বিঁধেছেন।
চব্বিশের ভোটের আগে বিভিন্ন জেলা সংগঠনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন তৃণমূলনেত্রী। ইতিমধ্যেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিবাদাবাদ জেলা সংগঠনের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কালীঘাটের অফিসে বীরভূম জেলা সাংগঠনিক বৈঠক ছিল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
❤ Support Us