Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১, ২০২২

মন্ত্রিসভায় এবং সাংগঠনিক পদে রদবদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখ। শপথ বিকেল চারটেয়

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রিসভায় এবং সাংগঠনিক পদে রদবদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফাইল চিত্র

স্বচ্ছ ভাবমূর্তি বাজায় রাখতে জেলাস্তরে সাংগঠনিক পদে এবং মন্ত্রিসভায় বড়ো রদলবদল আনছে তৃণমূল কংগ্রেস । আগামী বুধবার, বিকেল চারটে মন্ত্রিসভায় শপথ নেবেন বেশ কয়েকজন নতুন মুখ । আজ নবান্নে, মন্ত্রিসভার বৈঠকের পরই একথা সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ যাবেন চার থেকে পাঁচ জন। এদের দলের সাংগঠনিক কাজে নিযুক্ত করা হবে । নতুন পাঁচ থেকে ছ’ জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে।  তবে কারা বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী৷

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ মন্ত্রিসভা ভাঙা হচ্ছে না, ছোট কিছু রদবদল হবে। বুধবার বিকাল ৪টেয় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন, “৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, ৫-৬ জনকে নিয়ে আসব।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, কামরাজ পরিকল্পনার মতো নতুন করে মন্ত্রিসভা গঠনের প্ল্যান আমাদের নেই। তবে অনেকগুলো দফতর ফাঁকা পড়ে রয়েছে। যেমন সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। তিনি পঞ্চায়েত দফতর দেখতেন । সাধন পাণ্ডে মারা গিয়েছেন । পার্থ চট্টোপাধ্যায় শিল্প ও পরিষদীয় দফতর দেখতেন। তিনি জেলে রয়েছেন । ফলে রদবদল এ বার করতেই হবে।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় একবার কামরাজ প্ল্যান লাগু হয়েছিল, অর্থাৎ মন্ত্রিসভা থেকে সবাই ইস্তফা দিয়েছিলেন । রাজনৈতিক বিশ্লেষক এবং শিল্পমহলে গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার কী তবে মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও তারই পুনরাবৃত্তি হবে । তবে এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, পুরো মন্ত্রীসভা রদবদলের পরিকল্পণা তাঁর নেই ।

তবে তৃণমূলের জেলা সংগঠন এবং মন্ত্রিসভায় রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা । সরকারের স্বচ্ছ ভাবমূর্তি বাজায় রাখতেই, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সমন্বয় করেই এই রদবদল আনছেন বলে মনে করছে রাজনৈতিক মহল । প্রসঙ্গত, একজন জনপ্রতিনিধি একটি পদের দায়িত্বেই থাকবেন, এই নীতি আগেই ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস ।

তবে মন্ত্রিসভায় কারা আসছেন, সে বিষয়ে এদিনের বৈঠকে, কোনও ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!