- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
প্রধানমন্ত্রির পদ নিয়ে মতানৈক্য। অচলাবস্থা অব্যাহত পাকিস্তানে
নির্বাচনের পর একসপ্তাহ হতে চলেছে। অথচ এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব নিয়ে অচলাবস্থা কাটল না। জোট বেঁধে সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি বারবার আলোচনায় বসলেও এখনও চূড়ান্ত সমঝোতায় আসতে পারেনি। পাকিস্তানের দুটি প্রধান পরিবার নিয়ন্ত্রিত রাজনৈতিক দল একমত হতে পারেনি যে, কারাবন্দী ইমরান খানকে ব্যর্থ করার জন্য তাদের জোটে কে প্রধানমন্ত্রী হবেন।
পিএমএল–এন নেতা নওয়াজ শরিফ এবং পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো দুজনই চান তাদের প্রার্থীরা শীর্ষ পদে আসুক। বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির সিনিয়র নেতা শেরি রহমান বলেছেন, ‘অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য কমিটি গঠন করবে।’ পিএমলিগ–এন সভাপতি শেহবাজ শরিফ ‘এক্স’ হ্যান্ডেলে বলেছেন, ‘বিভিন্ন দল দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বাঁচাতে নীতিগতভাবে সম্মত হয়েছে।’
জোট সরকার গঠন নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারলেও জোর তৎপরতা চলছে। এগিয়ে রয়েছে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। দুই দলের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। তবে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারছে না।
দুই দলের বৈঠকের খবর প্রকাশ্যে না এলেও জানা গেছে, পিএমএল–এন নওয়াজ শরিফ কিমবা তাঁর ভাই শাহবাজ শরিফকে সরকারের নেতৃত্ব দিতে চায়। অন্যদিকে ভোটে তৃতীয় স্থানে থাকা পিপিপি চায় নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ৩৫ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী করতে।
২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়েছিল। পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয়ী হয়েছেন। ৭৫ আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নওয়াজ শরিফের পিএমএল–এন। ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। বাকি আসনগুলো অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। জাতীয় পরিষদে সরকার গঠন করতে ১৩৪ আসনের প্রয়োজন হয়। জাতীয় পরিষদে ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট–পাকিস্তানের (এমকিউএম–পি) সঙ্গেও পিএমএল–এনের প্রাথমিক সমঝোতা হয়েছে। পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রাথীসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থীও নওয়াজের সঙ্গে হাত মিলিয়েছেন।
❤ Support Us