Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৮, ২০২২

প্রধানমন্ত্রীর আক্রমণ অব্যাহত : নাগরিক নকশালের ফাঁদে কংগ্রেস, পরিবারতন্ত্র ছাড়া নিজের অস্তিত্ব ভাবতে পারে না ।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীর আক্রমণ অব্যাহত : নাগরিক নকশালের ফাঁদে কংগ্রেস, পরিবারতন্ত্র ছাড়া নিজের অস্তিত্ব ভাবতে পারে না ।

সংসদে কংগ্রেস ও গান্ধি পরিবারের উপর আক্রমণ অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কংগ্রেসের সমালোচনা করে কংগ্রেস কোণঠাসা করাই সোমবার প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল, মঙ্গলবারও একই ভূমিকায় তাঁকে দেখা গেল । পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস ও গান্ধি পরিবারকে কি চ্যালেঞ্জ ভাবছেন মোদি? না, পরিবারতন্ত্রের বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলের নজর ঘুরিয়ে দিতে চাইছেন । মঙ্গলবার রাজ্যসভায় সরকারি নীতি নিয়ে বিতর্কে জবাব দিতে গিয়ে বলেছেন,কংগ্রেসের প্রধানতম সমস্যা তাঁরা পরিবারতন্ত্রের বাইরে ভাবতে পারেন না । পরিবারতন্ত্রই গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি । রাজনীতিতে যখন কোনও পরিবার সর্বেসর্বা হয়ে ওঠে তখন দলের নিহিত শক্তির রক্তক্ষরণ শুরু হয় ।

লোকেরা তাঁদের নিয়ে কী ভাবে ? তাঁরা ইন্দিরা গান্ধির ভারতেই আটকে আছে । গান্ধিজি চেয়েছিলেন, কংগ্রেসকে ভেঙে দেওয়া হোক । তিনি জানতেন তাঁরা টিকে থাকলে দুর্নিতী ও স্বজনপ্রীতি মাথা চাড়া দিয়ে উঠবে । গান্ধিজির ওই ইচ্ছা পূর্ণ হলে এবং কংগ্রেসকে ভেঙ্গে দেওয়া হলে, গণতন্ত্রে স্বজনপ্রীতি দেখা দিত না । ভারত স্বদেশী পথ অবলম্বন করত । জরুরি অবস্থার কোনো দাগ থাকত না । কয়েক দশক ধরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেত না । জাতপাত বা আঞ্চলিকতা থাকত না । শিখদের গণহত্যা করা হতো না । কাশ্মীর থেকে দেশত্যাগ হতো না । নারীদের তন্দুরে পোড়ানো হতো না । সাধারণ মানুষকে মৌলিক সুযোগ-সুবিধার জন্য এতদিন অপেক্ষা করতে হতো না । কংগ্রেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্য সরকারকে বরখাস্ত করার ইতিহাস রয়েছে কংগ্রেসের , তারা কুখ্যাতি, অস্থিতিশীলতা, বরখাস্তে বিশ্বাসী । কংগ্রেস নাগরিক নকশালের ফাঁদে পড়ে আছে । তাঁদের মানসিকতা ধ্বংসাত্মক। নাগরিক নকশালরা কংগ্রেসের মন দখল করে নিয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!