Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৪

রাহুলের “ভারত ন্যায় যাত্রা”-র অনুমতি ঝুলে রইলো মণিপুরে

আরম্ভ ওয়েব ডেস্ক
রাহুলের “ভারত ন্যায় যাত্রা”-র অনুমতি ঝুলে রইলো মণিপুরে

মণিপুর সরকারের কাছে আগাম আবেদন করেও রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি এখনও পর্যন্ত আদায় করতে পারেনি জাতীয় কংগ্রেস। আগামী ১৪ জানুয়ারি থেকে ভারত ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা। এই যাত্রার প্রথম দিনেই মণিপুর থেকে নাগাল্যান্ড পৌঁছনোর কথা।

প্রবীণ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল দু’দিন ধরে ইম্ফলে থাকার পরে বুধবার গুয়াহাটি এসে জানান, ভারত ন্যায় যাত্রার অনুমতি দেওয়ার মালিক রাজ্য নয়, কেন্দ্র। কেন্দ্র অনুমতি দেওয়ার পরেও রাজ্য সরকার অনুমতি দিতে চাইছে না। যাত্রার অসম পর্বের প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বেণুগোপাল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, কংগ্রেসের সফর নিয়ে বিবেচনা চলছে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিকে, ভারত সরকার মণিপুরের কুকি ও জোমিদের জনজাতি মর্যাদা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার জাতীয় সম্পাদক মহেশ্বর থৌনাওজাম যাযাবদ চিন-কুকিদের দেশের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। কেন্দ্র জানিয়েছে, এসটি তালিকায় অন্তর্ভুক্তি রাজ্যর সুপারিশক্রমে হয়। তাই কুকিদের তালিকায় রাখা-না রাখার বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্যের মতামত চেয়েছে।

ইম্ফল পূর্ব জেলা ম্যাজিস্ট্রেটের তরফে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মণিপুরের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের একটি সরকারি অনুষ্ঠান কংগ্রেসে ভারত ন্যায় যাত্রার  দিন আছে। তাই নিরাপত্তার শর্তে অগ্রাধিকার দিয়েই শুধুমাত্র সীমিত সংখ্যক অংশগ্রহণকারীদের সাথে ভারত ন্যায় যাত্রার পতাকা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে। অংশগ্রহণকারীদের সংখ্যা এবং নাম আগে থেকেই জানিয়ে দিতে হবে। সমস্ত প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে বলে সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট মায়েংবাম ভেতো সিং জানিয়েছেন। তবে কংগ্রেস জানিয়েছে তাদের এই অনুষ্ঠান কোনও তামাশা নয়। দেশের মানুষের জন্য ন্যায় চাইতে এই যাত্রার আয়োজন করা হয়েছে। এই ভারত ন্যায় যাত্রা তাঁরা করবেই। তবে ইম্ফল পূর্ব জেলার ঐতিহাসিক পোলো গ্রাউন্ড  হাত্তা কাংজেইবুং কংগ্রেস এই ভারত ন্যায় যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল, মণিপুর প্রশাসন এখন বলছে, নিরাপত্তাজনিত কারণে শুধুমাত্র সীমিত সংখ্যক অংশগ্রহণকারীদের নিয়েই এই যাত্রা শুরু হতে দেওয়া যেতে পারে। প্রসঙ্গত ১৪ জানুয়ারী পতাকা নাড়িয়ে এই যাত্রার সূচনা করবেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!