Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৪

বহরমপুর প্রার্থী হন আমার বিরুদ্ধে, মমতাকে অধীরের নির্বাচনী চ্যালেঞ্জ

আরম্ভ ওয়েব ডেস্ক
বহরমপুর প্রার্থী হন আমার বিরুদ্ধে, মমতাকে অধীরের নির্বাচনী চ্যালেঞ্জ

বহরমপুর তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা অধীরকে তাঁর “দম” নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি অধীর রঞ্জন চৌধুরীর এই চ্যালেঞ্জের পাল্টা বললেন, “এভাবে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির হাত শক্ত করছেন।”  ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সম্পর্কে এই মন্তব্য ঠিক নয় বলে কুণাল অধীরের সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে আগামী লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে অধীর বলেন, ‘‘বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় তো হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যে কোনও মানুষকে এখানে পাঠিয়ে দাও। যদি হারাতে পারে, রাজনীতি ছেড়ে দেব।’’

এর পরেই সরাসরি ‘ইন্ডিয়া’ জেটের অন্যতম শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘‘আসুন, আপনি নিজে আসুন। আপনি প্রিয়ঙ্কা গান্ধিকে বলছেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে। আমি আপনাকে বলছি, আপনি আসুন এখানে আমার বিরুদ্ধে লড়তে। কত তাগদ আছে দেখছি আপনার। মালদায় চলুন দেখছি। আপনার দয়ায় আমরা এ সব সিট জিতিনি।’’ আরও এক ধাপ বিরোধীতা বাড়িয়ে অধীর বলেন, ‘‘কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে।’’

এদিন তৃণমূলের সঙ্গে বাংলায় কংগ্রেসের আসন সমঝোতার বিরোধিতা করলেও আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বামেদের সঙ্গে জোট নিয়ে সদর্থক মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে সেই জোটে আইএসএফ থাকবে কি না তা স্পষ্ট না করে সেই দায়িত্ব চাপিয়ে দিয়েছেন দলের হাই কমান্ডের উপর। প্রদেশ কংগ্রেস সভাপতি এই প্রসঙ্গে বলেছেন, ‘‘গত বারও আমরা বামেদের সঙ্গে জোট করে লড়েছিলাম। এ বারও দরজা খোলা রয়েছে।’’ তবে জোটে আইএসএফ-এর উপস্থিতি নিয়ে মন্তব্য করেননি অধীর রঞ্জন চৌধুরী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!