শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
লোকসভা থেকে অসংসদীয় আচরণের জন্য অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হল। লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর জবাবি ভাষণের পরই অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার প্রস্তাব লোকসভায় পাশ হয়।
প্রসঙ্গত অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় নীরব মোদির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, নীরব মোদি পালিয়ে যাননি, দেশের মধ্যেই কারও মধ্যে আছেন। এটা তাঁর বিশৃঙ্খলা কি না তা নিয়ে কংগ্রেস প্রশ্ন তুলেছে।
কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে সাসপেনসনের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনাস্থা প্রস্তাবের ওপর জবাবি ভাষনের পরই পাশ হয়। এদিন প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন কংগ্রেস অনাস্থা আলোচনা ছেড়ে লোকসভা থেকে বেরিয়ে যায়। সংসদে উপস্থিত বিরোধীদের সংখ্যা তখন ছিল নাম মাত্র। কংগ্রেস শূন্য লোকসভায় সহজেই পাশ হয়ে যায় অধীরের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব। লোকসভা সূত্রে জানা যাচ্ছে অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীরকে। এই প্রস্তাব প্রভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে। প্রিভিলেজ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় সাসপেন্ড থাকবেন। সংসদে ধারাবাহিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার প্রস্তাব পাশ হয় লোলসভায়।
তবে কংগ্রেসের বক্তব্য, বিরোধীদের কন্ঠরোধ করতে বিজেপির কোনও একটা কারণ লাগে, সেটা বাস্তব হোক বা না হোক। তবে নীরব মোদিকে নিয়ে লোকসভায় অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য রাখা ও সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে নিশানা করার জন্যই তাঁকে লোকসভা থেকে সাসপেন্ড করা হল।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34