Advertisement
  • দে । শ
  • মার্চ ২৮, ২০২৪

২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি প্রচারে ব্যবহার, ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি প্রচারে ব্যবহার, ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কংগ্রেসের

লোকসভা ভোটের আগে ‌বারবার রাজ্যে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠে আসছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি–র দিলীপ ঘোষ ও হিরণকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এবার বিধিভঙ্গের অভিযোগ উঠল বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
ইউসুফ পাঠানের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ নির্বাচনী প্রচারে দেশের এই প্রাক্তন ক্রিকেটার ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলি ছাড়াও সতীর্থদের ছবি ব্যবহার করছেন। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাবকে পাঠানো চিঠিতে কংগ্রেস অভিযোগ করেছে, ‘‌বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠাননির্বাচনী প্রচারের ব্যানার–পোস্টারে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলি তুলে ধরছেন। যে ছবিতে শচীন তেন্ডুলকার, মহেন্দ্রে সিং ধোনি, যুবরাজ সিংসহ ভারতীয় দলের অন্য প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন।’‌
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘‌২০১১ বিশ্বকাপ জয় জাতীয় গর্ব। এটা নিয়ে প্রতিটা ভারতবাসীর আলাদা আবেগ রয়েছে। দেশের বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করা উচিত নয়। এই ধরণের ছবির ব্যবহার  নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।’‌ বিশ্বকাপ জয়ের ছবি যাতে নির্বাচনী প্রচারে ব্যবহার করা না হয়, সেই ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনের কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
প্রমাণের জন্য কংগ্রেসের পক্ষ থেকে ব্যানার ও পোস্টারের ছবি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এই ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন, ‘‌ইউসুফ পাঠান ছাড়াও অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ছবিতে রয়েছেন। তাঁরা তো আর তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। তাহলে তাদের ছবি কেন ব্যবহার করা হবে। আর বিশ্বকাপ জয়ের ওই মুহূর্তের ছবি দেশবাসীর কাছে আবেগ। তা নির্বাচনী প্রচারে ব্যবহার করা উচিত নয়।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!