Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৪

২০, ২১ জানুয়ারি কলকাতা ও রাজ্য জুড়ে সম্প্রীতি মিছিল করবে বামফ্রন্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
২০, ২১ জানুয়ারি কলকাতা ও রাজ্য জুড়ে সম্প্রীতি মিছিল করবে বামফ্রন্ট

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ২০ এবং ২১ জানুয়ারি কলকাতা ও রাজ্যের সব জেলাজুড়ে সম্প্রীতি মিছিল করবে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট। সংবিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে জানুয়ারি মাস জুড়ে রাস্তায় থাকবে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোটের স্বার্থে জানুয়ারি পুরো মাস অপেক্ষা করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৈঠকে বসবে বামফ্রন্ট।

বৃহস্পতিবার আলিমুদ্দিনে রাজ‌্য বামফ্রন্টের বৈঠকে ঠিক হয় জানুয়ারি মাস জুড়ে জনজীবনে বিভিন্ন সমস‌্যা নিয়ে লাগাতার কর্মসূচি চালাবে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট। ৮-১৭ জানুয়ারি রদজ্যের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হবে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন পালন, ২৬ জানুয়ারি ‘সংবিধান বাঁচাও দিবস’ দিবস পালন করা হবে। এছাড়া ২০ এবং ২১ জানুয়ারি সম্প্রীতি মিছিল হবে কলকাতা এবং রাজ‌্যজুড়ে।

আগামী ২২ জানুয়ারি অযোধ‌্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগের দিন কলকাতায় বামফ্রন্টের সম্প্রীতি মিছিল থেকে বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে সরব হবে বাম নেতা-কর্মীরা।
বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলায় কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনে জোটেট ক্ষেত্রে বামফ্রন্ট আরও অপেক্ষা করবে। ঠিক হয়েছে জোট নিয়ে কংগ্রেস কি সিদ্ধান্ত নেয় তা দেখতে জানুয়ারি মাসের পুরোটাই বামফ্রন্ট অপেক্ষা করবে। তারপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনী জোর নিয়ে বৈঠকে বসবে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট।

সিপিএম কংগ্রেসের জন্য অপেক্ষার সিদ্ধান্ত নিলেও বামফ্রন্টের অন্য শরিকদল তাতে খুব একটা সম্মত নয়। বাম শরিকদলের নেতারা সিপিএম নেতৃত্বকে বৃহস্পতিবারের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে আসনরফা নিয়ে কোনও একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার  আগে বামফ্রন্টের বৈঠকে সবটা আলোচনা করতে হবে।

এদিকে বাংলায় কংগ্রেস-বাম জোটকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেছেন, “সিপিএম-কংগ্রেস ২০১৯, ২০২১ এ জোএ করে শূন্য হয়ে গেছে। ওদের পতাকা নিয়ো লোক মিছিল করলেও ভোট দেবে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী দেওয়া তৃণমূলকেই।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!