- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২২, ২০২৪
অরবিন্দ গ্রেফতারে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আপ-কংগ্রেসের। সুপ্রিম কোর্টে আজ জামিনের শুনানি
বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর গ্রেফতারের প্রতিবাদে এককাট্টা ইন্ডিয়া জোটের শরিকরা। আজ আম আদমি পার্টির পক্ষ থেকে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিজেপি অফিসের সামনেও বিক্ষোভ দেখানো হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি আজ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করবেন।
আপ নেতা গোপাল রাই কেজরিওয়ালের গ্রেপ্তারকে ‘গণতন্ত্রের হত্যা’ এবং ‘স্বৈরাচারের ঘোষণা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি দেশবাসীকে এই স্বৈরাচারের বিরুদ্ধে সারা দেশে বিজেপি অফিসের বাইরে বিক্ষোভ করার জন্য আবেদন করছি। আমরা শুক্রবার আপ অফিসে জড়ো হব এবং তারপরে বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু করব।’ তিনি আরও বলেন, ‘কেজরিওয়ালকে গ্রেপ্তার করা গেলে, যে কাউকে গ্রেফতারর করা যেতে পারে এবং তাদের কণ্ঠকে দমন করা যেতে পারে। আজ থেকে লড়াই শুরু হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল একজন ব্যক্তি নয়, একটি আদর্শ।’
গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার গোটা রাত ইডির হেফাজতেই কাটে অরবিন্দ কেজরিওয়ালের। বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজ জামিনের মামলার শুনানি। কেজরিওয়ালকে ১০ দিনের হেফাজতে চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানাবে ইডি। বৃহস্পতিবার রাতেই দফায় দফায় জেরা করা হয় কেজরিওয়ালকে।
Senior advocate Abhishek Manu Singhvi while mentioning the plea of Delhi CM Arvind Kejriwal for an urgent hearing tells the Supreme Court that “If this process goes on, before the first vote is cast, a lot of senior leaders will be behind bars. Please take it up.” https://t.co/VRy1PbSFZB
— ANI (@ANI) March 22, 2024
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পরপরই ইন্ডিয়া জোটের নেতারা প্রতিবাদ জানাতে শুরু করেন। প্রত্যেকের মুখে একই কথা, ‘গণতন্ত্রের হত্যা, উপহাস।’ রাতেই টুইট করে কেজরিওয়ালের পাশে দাঁড়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আইনি সহায়তা দেওয়ার জন্য তিনি আজ অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ তারা আমাদের জোটকে ভয় পাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হবে বলে।’
বিজেপি–র বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়ে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘আজ বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। তারা দুই বিরোধী মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। একটা দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। বিজেপি কি এভাবেই গনতন্ত্রকে শেষ করতে চায়? এভাবে নির্বাচনে জিতবে? আমি বিজেপিকে বলতে চাই, যদি লড়াই করতে হয়, তাহলে রাজনৈতিক ময়দানে আসুক। নির্বাচনের মাঠে লড়াই করুক। রাজনীতি করা বন্ধ করুক। ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা বন্ধ করুক।’
দেশজুড়ে আপ প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়ায় দিল্লির রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকেই দিল্লিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন আম আদমি পার্টির সমর্থকরা। কেজরিওয়ালের বাড়ির চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে কোনও রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না।
❤ Support Us