- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৭, ২০২৪
কেজরিওয়ালকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের, বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী
মদ কাণ্ডে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঁচবার সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন কেজরিওয়াল। এবার তাঁকে সমন পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তিনি ইডি–র সমন এড়িয়ে গেছেন, তা আদালতের কাছে ব্যাখ্যা দিতে হবে।
বারবার সমন দেওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ায় কেজরিয়ালের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ইডি। ইডি–র পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়, একজন সরকারি কর্মচারি হিসেবে কেজরিওয়াল কোনও সরকারি সংস্থারক নির্দেশ উপেক্ষা করতে পারেন না। কেজরিওয়ালকে শেষবার সমন পাঠানো হয়েছিল ২ ফেব্রুয়ারি। কেজরিওয়াল কোনও সাড়া না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ইডি। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতেই আদালত হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেজরিওয়ালকে।
আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আদালতের নির্দেশ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আদালতকে জানাব অবৈধভাবে কেজরিওয়ালকে সনম পাঠানো হয়েছিল।’ গতবছর ২ নভেম্বর কেজরিওয়ালকে প্রথমবার সমন পাঠানো হয়েছিল। পরে ২১ ডিসেম্বর পাঠানো হয়। এবছর ১৯ ও ৩১ জানুয়ারি আবার ইডি হাজিরা হওয়ার নির্দেশ দেয়। শেষবার সমন পাঠানো হয়েছিল ২ ফেব্রুয়ারি। আম আদমি পার্টির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
❤ Support Us