- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৩০, ২০২৪
নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে ৮ হাজার পাতার চার্জশিট দিল্লি পুলিশের
চীনের হয়ে প্রচার চালানোর অভিযোগে ইউএপিএ মামলায় নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে ৮ হাজার পাতার চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ সেল অতিরিক্ত দায়রা জজ হরদীপ কাউরের এজলাসে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে। চার্জশিটে প্রবীর পুরকায়স্থকে এবং পোর্টালটির মালিক সংস্থাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। আগামী ১৬ এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে।
নিউজক্লিক মামলায় আদালত প্রথমে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দিল্লি পুলিশকে চার্জশিট জমা দিতে বলেছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় বর্ধিত করে। আদালতের দেওয়া সময়সীমার মধ্যে চার্জশিট তৈরি করতে পারেনি দিল্লি পুলিশ। আদালতে সময় বাড়ানোর জন্য আবেদন করে। এরপর আদালত ২০ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে দেয়। সরকারী আইনজীবীদের আবেদনের ভিত্তিতে আরও ১০দিন সময় বাড়িয়ে দেওয়া হয়। আজই ছিল চার্জশিট জমা দেওয়ার শেষ দিন।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) ২০২৩ সালের ৩ অক্টোবর নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ এবং এইচআর প্রধান অমিত চক্রবর্তীকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। দিল্লি পুলিশের স্পেশাল সেল ইউএপিএ–র ধারা ১৩, ১৬, ১৭, ১৮ এবং ২২–এর অধীনে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১২০বি ধারায় মামলা নথিভুক্ত করে। চলতি বছরের জানুয়ারিতে আদালত অমিত চক্রবর্তীর জামিনের আবেদন মঞ্জুর করে।
❤ Support Us