- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৭, ২০২৩
দিল্লির ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় দিল্লি পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে, চেষ্টা চলছে তাদের পরিচয় জানার
মঙ্গলবার সন্ধ্যায় দিলির ইসরায়েল দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনার পর একটি ফোন কল আসে দিল্লি পুলিশের কাছে। তাতে বলা হয় ইসরায়েলি দূতাবাসের কাছে সম্ভবত একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ফোন কল পাওয়ার পাওয়ার একদিন পরে দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুই ‘সন্দেহবাদী’কে চিহ্নিত করেছে। তবে বিস্ফোরণের ঘটনায় এই দুজনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেননি পুলিশের আধিকারিকরা।
মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানান হয়েছে। পুলিশ সূত্রের দাবি, “আমরা ওই দুই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছি এবং কলের সময় তারা এলাকায় কী করছিল সেটাও খতিয়ে দেখছি। তবে এই বিষয়টি তাদের জিজ্ঞাসাবাদের পরই পরিষ্কার হবে।”
দিল্লিতে ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ: বেশ কয়েকটি বিষয় এখন পর্যন্ত পুলিশের নজরে এসেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ ভারতে তাদের নাগরিকদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে, তারা সন্দেহ করছে যে মঙ্গলবার নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে যে বিস্ফোরণ ঘটেছে সেটা “সম্ভাব্য সন্ত্রাসী হামলা”। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির চাণক্যপুরী কূটনৈতিক ছিটমহলে ইসরায়েল দূতাবাসের কাছে যে বিস্ফোরণ ঘটেছে তাতে কেউ আহত হয়নি বলে খবর। এই বিষয়ে যোগাযোগ করা হলে, ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, “আমরা নিশ্চিত করতে পারি যে সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ ইসরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়। দিল্লি পুলিশ এবং নিরাপত্তা দল এখনও পরিস্থিতি তদন্ত করছে।” মঙ্গলবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের বা এনএসসি এই বিষয়ে তাদের অভিমত প্রকাশ করে বলেছে, “ঘটনার পুনরাবৃত্তি” হওয়া নিয়ে তারা উদ্বেগের মধ্যে রয়েছে। বিশেষ করে নয়াদিল্লিতেই এই ঘটনা আবার হতে পারে বলে তাদের আশঙ্কা। তাই ইসরায়েলি নাগরিকদের জনাকীর্ণ জায়গায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। দূতাবাসের কাছে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইন্সটিটিউটের বাইরে একটি গ্রিন বেল্ট এলাকায় বিস্ফোরণের পরপরই, দিল্লি পুলিশের বিশেষ সেল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং দমকল বিভাগের দল পৌঁছে যায়। প্রায় তিন ঘণ্টা ধরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে নয়াদিল্লিতে বিস্ফোরণ ঘটে। গাজায় ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল গাজা অঞ্চলে তার বিমান হামলা কমানোর জন্য বিশ্বের অন্যান্য অংশ থেকে চরম চাপের সম্মুখীন হচ্ছে এবং ভারতের অনেক সংগঠন গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই পরিস্থিতিতে দিল্লির ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল উদ্বিঘ্ন।
নয়াদিল্লিতে ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। ২০২১ সালে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি কম-তীব্রতার বিস্ফোরণ ঘটেছিল। যদিও বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে এই বিস্ফোরণে ফলে রাস্তার উপর একটি গর্ত হয়ে যায় এবং বিস্ফোরণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে এবং তদন্ত এখনও চলছে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে, নয়াদিল্লিতে দূতাবাসের একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মীর স্ত্রী তাঁর গাড়িতে হামলায় আহত হন।
এই বছরের শুরুতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নয়াদিল্লিতে ইসরায়েল দূতাবাসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। তবে তার পরেও এই বিস্ফোরণে চিন্তিত ইসরায়েলি দূতাবাসের আধিকারিকরা।
❤ Support Us