Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২১, ২০২৫

প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও মাটি মাফিয়াদের দৌরাত্ম বসিরহাটে । মাটি পড়ে বেহাল দশা রাস্তার

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও মাটি মাফিয়াদের দৌরাত্ম বসিরহাটে । মাটি পড়ে বেহাল দশা রাস্তার

পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে বসিরহাটে মাটি মাফিয়াদের দৌরাত্ম চলছে। নজর এড়িয়ে কেন পুলিশকে নজরানা দিয়ে এই মাটি মাফিয়ারা নিরাপদে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। লোক দেখানো গ্রেপ্তারও যে পুলিশ করছে না তা নয়। তবু মাটি মাফিয়াদের দৌড়াত্ম ঠেকানো যাচ্ছে না। মাটি পাচারের ফলে পিচ রাস্তা, না গ্রামের মেঠো পথ চেনার উপায় নেই। বৃষ্টি হলেই কাদা ভরা রাস্তায় চলতে গিয়ে আছাড় খেয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী, বাইক চালকরা। সম্প্রতি হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের হাড়োয়া–‌নাসিরহাটি রোডের পিচ রাস্তার এমনই অবস্থা। হাড়োয়া জুড়ে রাত যত বাড়ে, ততই দাপট বাড়ে মাটি মাফিয়াদের। ট্রাক্টর লরি ও ডাম্পারে ওভারলোড করে মাটি পাচার হয়। ফলে গাড়ি থেকে মাটির চাঙড় রাস্তায় পড়ে থাকে। বৃষ্টি হলেই রাস্তার উপর পড়ে থাকা মাটি গলে কাদায় পিছল হয়ে যায় পিচ রাস্তা। রাস্তা তখন দেখে মনে হবে গ্রামের মেঠো রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ধুলো কাদায় জেরবার রাস্তার ধারের বাসিন্দারা। ভারি মাটির গাড়ি নিয়ে প্রতিবাদ করলে চলে হুমকি। পুলিশ প্রশাসনের কাছে গেলেও মেলেনা কোন সুরাহা। মাটি মাফিয়ারা দাপটের সঙ্গে ট্রাক্টর, ডাম্পারে বোঝাই করে চালিয়ে যায় অবৈধ মাটির কারবার। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন মোল্লা বলেন, সন্ধ্যার পর থেকে সারা রাত রাস্তাটি মাটি মাফিয়াদের দখলে চলে যায়। রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি চলে। গাড়ি থেকে মাটি রাস্তার উপর পড়ে থাকে। বৃষ্টি হলে মাটি গলে গিয়ে পিচের রাস্তা কাদার রাস্তায় পরিণত হয়। মাঝে মঝ্যেই গাড়ির চাকা পিছলে ঘটছে দুর্ঘটনা। প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়না। সালাম মোল্লা বলেন, মাটির গাড়ি চলাচলের ফলে রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টিতে গলে গিয়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। শুকনোর সময় ধুলো ভরে যায় এলাকা। বিষয়টি এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।

এবিষয়ে খাসবালান্দা গ্রামপঞ্চায়েতের প্রধানের স্বামী তরিকুল আলম বাপি বলেন, বিষয়টি জানার পর পঞ্চায়েতের তরফ থেকে মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছে। পাশাপাশি রাস্তা পরিষ্কারের জন্য তাদের বলা হয়েছে। জনসাধারণের অসুবিধা করে কোনও কাজ করতে দেওয়া হবে না ।

স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এলাকায় একই ভাবে মাটি বিক্রি হচ্ছে দেদার। অবৈধভাবে মাটি পাচারের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে বসিরহাট পুলিশ জেলা। গত এক মাসে অভিযান চালিয়ে পুলিশ হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও ন্যাজাট থানা এলাকা থেকে ৫ জন মাটি পাচারকারীকে গ্রেফতার করে। আটক করা হয় ৫ টি মাটির গাড়ি। স্বরূপনগর থানার পুলিশ ২ মাটি পাচারকারীকে গ্রেপ্তারের পাশাপাশি আটক করে ২ টি মাটি বোঝাই গাড়ি। কয়েকদিন আগে ২ মাটি পাচারকারী বিশ্বজিৎ মণ্ডল ও সুখেন মণ্ডলকে স্বরূপদহ ও চারঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মাটি ভর্তি ট্রলি গাড়িটি পুলিশ আটক করে। সাময়িক ভাবে রাশ টানলেও মাটি পাচার বন্ধ করতে পারে নি প্রশাসন। কারণ মাটি মাফিয়াদের মাথায় রয়েছে এলাকার রাজনৈতিক নেতাদের হাত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!