Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১, ২০২৪

স্বাস্থ্যকেন্দ্রের স্বচ্ছতা ফেরাতে এবার অস্ত্র শোলে, দিওয়ারের সংলাপ

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাস্থ্যকেন্দ্রের স্বচ্ছতা ফেরাতে এবার অস্ত্র শোলে, দিওয়ারের সংলাপ

হাসপাতাল চত্বরে ধূমপান ও পানের পিক ফেলা বন্ধে ঢাল হিন্দি সিনেমার ৩ জনপ্রিয় তারকা। অমিতাভ বচ্চন, শশী কাপুর ও আমজাদ খান। এককালের হাউসফুল সিনেমা শোলে ও দিওয়ারের ছবির ফ্লেক্স ছেপে মন্তেশ্বর হাসপাতাল চত্বরে সাঁটিয়ে নায়কদের  সংলাপকে সম্বল করে সচেতনতার বার্তা ছড়ানো হচ্ছে। এই অভিনব পন্থায় কাজ হচ্ছে বলে দাবি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের। এহেন আকর্ষণীয় পোস্টারের ছবি ও সংলাপে চোখ আটকে যাচ্ছে রোগীর আত্মীয়-পরিজন-সহ অন্যান্যদের। তাতে স্বচ্ছতা অনেকটাই ফিরেছে।

মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ খুবই বেশি। কারণ ৩০ কিলোমিটারের মধ্যে বড় কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। বড় হাসপাতাল বলতে ৪০-৫০ কিমি দূরের মেমারি, কালনা, বর্ধমান আর কাটোয়া হাসপাতাল। স্বাভাবিকভাবেই রোগী ও তাদের আত্মীয়-পরিজনদের ভিড় লেগেই থাকে মন্তেশ্বরে ব্লক হাসপাতালে। অনেকেরই হাসপাতাল চত্বরে থুতু ও পানের পিক ফেলার প্রবণতা রয়েছে। আবার অনেকে হাসপাতাল চত্বরে ধূমপানও করেন। এগুলি রোধ করতে হাসপাতাল কর্তৃপক্ষ লাগাতার প্রচার চালাচ্ছেন। জরিমানাও করা হচ্ছে। কিন্তু তাতে তেমন কাজ না হওয়ায় শোলে ও দিওয়ারের মত হিন্দি সিনেমার ছবি দিয়ে আমজাদ খান, অমিতাভ বচ্চন ও শশী কাপুরের সংলাপের পোস্টার হাসপাতাল চত্বরেই সাঁটিয়ে দেওয়া হয়েছে। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথি ভান্ডারি জানান, ‘হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে শুধু মুখের কথায় কাজ হচ্ছেনা। তাই সিনেমার পছন্দের নায়কদের সংলাপের মাধ্যমে সচেতনতা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!