- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৪, ২০২৩
জেলার সব সরকারি হাসপাতালকে শুক্র,শনি,রবি সজাগ থাকার নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আগামী শুক্র,শনি ও রবিবার রাজ্যের সব সরকারি হাসপাতালের পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে সেই মঙ্গলবার সেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী।
মঙ্গলবার কলকাতার স্বাস্থ্য ভবন থেকে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। তিনি বলেন, “শুক্র,শনি ও রবিবার জেলার হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষোবা নিয়ে সকাগ ও সচেতন থাকতে হবে। ছুটির দিন পরিষেবায় কোনও ত্রুটি রাখা যাবে না। এই তিনদিন খুব জরুরি কিছু না থাকলে কারও ছুটি মঞ্জুর হবে না। শুক্ত,শনি ও রবিবার হাসপাতালগুলোর চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হবে।”
আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যের ২২টি জোলায় এক দফায় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে ৮ জুন পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে ৪ জুলাই পর্যন্ত সময়কালে বিভিন্ন জেলায় সংঘর্ষের জেরে ১৫ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। এছাড়াও আহত, গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন বহু মানুষ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় প্রচার পর্ব শেষ হবে। তারপর শনিবার রাজ্যে ১ দফায় পঞ্চায়েত নির্বাচন। তাই শুক্র, শনি ও রবিবার অর্থাৎ ভোটের দিন এবং ভোটের আগের ও পরের দিন জেলায় জেলায় বড় রকমের সংঘর্ষের ঘটনা ঘটলে যাতে জেলা হাসপাতালে আহতরা চিকিৎসা পরিষেবা সঠিক ভাবে পেতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই আগাম এই বার্তা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দিয়েছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা।
এদিকে ভোটের আর চারদিন বাকি থাকতেও রাজ্যের সব জেলায় এখনও কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা গেল না। তাই পঞ্চায়েত নির্বাচনের দিন ও ভোটের একদিন আগে ও একদিন পরে রাজ্যে অশান্তি, প্রাণহানির ঘটনা কী আরও বাড়তে পারে? না হলে জেলা হাসপাতালগুলিকে শুক্র,শনি ও রবিবার সজাগ থাকতে কেন বললেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
❤ Support Us






