Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ২১, ২০২৫

এবার কোপ শিক্ষা বিভাগে, নির্দেশনামায় স‌ই মার্কিন প্রেসিডেন্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার কোপ শিক্ষা বিভাগে, নির্দেশনামায় স‌ই মার্কিন প্রেসিডেন্টের

দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশের শিক্ষা বিভাগকে ‘‌বড় প্রতারণা’‌ বলে অভিহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারিতে ফেডারেল শিক্ষা বিভাগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। শিক্ষা বিভাগ বন্ধ করার প্রক্রিয়ার জটিলতা স্বীকার করে নিলেও এই সংস্থাটি বন্ধ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছিলেন। অবশেষে নিজের ইচ্ছা পূরণ করলেন। দেশের শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার লক্ষ্যে এক নির্দেশে সই করেছেন ‌মার্কিন প্রেসিডেন্ট।
১৯৭৯ সালে ফেডারেল শিক্ষা বিভাগ তৈরি হয়। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে থাকার সময়ই এই শিক্ষা বিভাগকে বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন কংগ্রেস এই ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। যদিও ট্রাম্প শিক্ষা বিভাগকে অপচয়কারী এবং উদার মতাদর্শ দ্বারা দূষিত বলে উপহাস করেন। কংগ্রেসের আইন ছাড়া এটা ভেঙে ফেলা কার্যত অসম্ভব ছিল।
বৃহস্পতিবার এক নির্দেশে বলা হয়েছে যে, ‘‌শিক্ষা সচিব আইন দ্বারা অনুমোদিত শিক্ষা বিভাগ বন্ধ করার সুবিধার্থে এবং রাজ্য ও স্থানীয় সম্প্রদায়ের কাছে শিক্ষার কর্তৃত্ব ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন।’‌ যদিও এই কাজ কীভাবে সম্পাদিত হবে বা কোথায় লক্ষ্যবস্তু করা হবে, সে সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এই নির্দেশে বলা হয়নি। যদিও হোয়াইট হাউস জানিয়েছে যে, সংস্থাটি কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী বজায় রাখবে।
ডোনাল্ড ট্রাম্প মূল প্রয়োজনীয়তার বাইরে বিভাগটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। নিম্ন আয়ের স্কুলগুলির জন্য তহবিল, অনুদান এবং প্রতিবন্ধী শিশুদের জন্য সাহায্যের দায়িত্ব সংরক্ষণ করেছেন। ফেডারেল শিক্ষা বিভাগ বিভিন্ন ধরণের শিক্ষাগত সহায়তার তত্ত্বাবধান করত। ৪,২০০ জনেরও বেশি লোক নিয়োগ করেছিল। সাম্প্রতিক বছরে এই সংস্থার বাজেট ছিল মোট ২৫১ বিলিয়ন ডলার। শিক্ষা বিভাগ বন্ধের ফলে কিন্ডারগার্ডেন থেকে দ্বাদশ স্কুল এবং কলেজে টিউশন সহায়তা কর্মসূচির জন্য কোটি কোটি ডলারের তহবিল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীর সংখ্যা কমানো এবং ব্যয় সংকোচ, সরকারি কর্মীদের অফিসে ফিরে যাওয়ার বা ছুটি নেওয়ার জন্য চাপ দেওয়া এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মতো সংস্থাগুলিকে বন্ধ করার লক্ষ্যে মনোনিবেশ করেছেন। মার্কিন সরকারের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনার জন্য ডোনাল্ড ট্রাম্পের শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার নির্বাহী আদেশটি তাঁর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গৃহীত পদক্ষেপের সর্বশেষ ধাপ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!