- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৫, ২০২৪
শনিবারই দেশের ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নির্বাচন কমিশন। ঘোষণা হবে রাজ্যের দুই বিধানসভার উপনির্বাচনের দিনও
শনিবার দেশের ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করবে মুখ্য নির্বাচন কমিশন। ওইদিন নয়াদিল্লিতে কমিশনের সদর কার্যালয়ে দুপুর তিনটে থেকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ লোকসভা ভোটের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, উপনির্বাচন হবে৷ সেই দিনও ঘোষণা করবে কমিশন ৷
চলতি সপ্তাহেই জম্মু এবং কাশ্মীর সহ দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার কাজ শেষ করেছে নির্বাচন কমিশন । শুক্রবার নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধু ৷ তারপরই আজ একটি নোটিফিকেশনের মাধ্যমে এই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা জানাল নির্বাচন কমিশন ৷
ইতিমধ্যেই দেশের প্রায় প্রত্যেক জাতীয় এবং আঞ্চলিক দলগুলি লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের কাজ শুরু করেছে। দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৬৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেস প্রকাশ করেছে ৮২ জনের তালিকা । তৃণমূল পশ্চিমবঙ্গে ৪২ আসনেই নাম ঘোষণা করেছে। বামেরাও প্রকাশ করেছেন আংশিক তালিকা ।
লোকসভা নির্বাচনের সঙ্গে অথবা তার পরই পশ্চিমবঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হওয়ার কথা । শনিবার তারও দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন ।
মুর্শিদাবাদ এর ভগবানগোলায় তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন ।অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে । এই দুই বিধানসভা আসনে নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকেরা ।
Press Conference by Election Commission to announce schedule for #GeneralElections2024 & some State Assemblies will be held at 3 pm tomorrow ie Saturday, 16th March. It will livestreamed on social media platforms of the ECI pic.twitter.com/1vlWZsLRzt
— Spokesperson ECI (@SpokespersonECI) March 15, 2024
❤ Support Us