Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৫, ২০২৪

আদালতের নির্দেশ সত্ত্বেও শাহজাহানকে সিবিআই–এর হাতে হস্তান্তর করল না সিআইডি, সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

আরম্ভ ওয়েব ডেস্ক
আদালতের নির্দেশ সত্ত্বেও শাহজাহানকে সিবিআই–এর হাতে হস্তান্তর করল না সিআইডি, সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেলের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই–এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের রায় বার হওয়ার পরপরই ৫টা নাগাদ ভবানীভবনে পৌঁছে যায় শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকরা। ২ ঘন্টা অপেক্ষা করার পর খালি হাতে ফিরতে হয় সিএবি আধিকারিকদের।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে শুনানি করতে চায়নি। বুধবার শুনানি হবে। তাই শেখ শাহজাহানকে সিবিআই–এর হাতে হস্তান্তর করেনি সিআইডি। এদিকে, শেখ শাহজাহানের ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করে দেওয়া হয়েছে।

৫ জানুয়ারি ইডি–র আধিকারিকদের ওপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ খারিজ করেছে দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ইডি শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি করে আসছিল। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর রায়ে জানান, সিট সন্দেশখালি ঘটনার তদন্ত করবে। আদালতের নজরদারিতে তদন্তের কথাও জানিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয় ইডি। একই সঙ্গে বনগাঁ ও ন্যাজাট থানা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ রয়েছে, তার তদন্তভার সিবিআই–এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।এছাড়াও প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে রাজ্য পুলিশকে এব্যাপারে যাবতীয় কাগজ এবং শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। কিন্তু ভবানীভবন থেকে খালি হাতে ফিরতে হয় সিবিআই–কে। বুধবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে এসে সুপ্রিম কোর্ডের দ্বারস্থ হতে পারে সিবিআই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!