Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৪

কন্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাতেই ইএসআই থেকে এসএসকেএম আনা হল সুজয়কৃষ্ণকে

আরম্ভ ওয়েব ডেস্ক
কন্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাতেই ইএসআই থেকে এসএসকেএম আনা হল সুজয়কৃষ্ণকে

অবশেষে সংগ্রহ করা গেল নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু। বুধবার তার তিনটের পর জোকা ইএসআই হাসপাতাল থেকে ৫জি অ্যাম্বুল্যান্সে করে আবার এসএসকেএম-এর এক নম্বর কেবিনে নিয়ে আসা হয়।
এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রর এই কন্ঠস্বরের নমুনা সংগ্রহের পুরো ঘটনাটিকে “স্ক্রিপ্টেড” বলে সমালোচনা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বুধবার রাতে ইএসআই, জোকা হাসপাতালো ভয়েজ স্যাম্পেল নেওয়ার সময় তিনটি বাক্য সুজয়কৃষ্ণকে দিয়ে বলিয়ে নেওয়া হয়। ইডি সূত্রে জানা গেছে প্রথমে এসএসকেএম হাসপাতালে ইডি পৌঁছলেই সুজয়কৃষ্ণ বলেন, আমার কন্ঠস্বরের নমুনা নিয়ে নিন। এখানেই নিন। তারপর তাঁকে ৫জি অ্যাম্বুল্যান্সে করে ইএসআই, জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাত সাড়ে দশটার পর তাঁর কন্ঠস্বরের নমুনা নেওয়া হয়।
দুজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে সুজয়কৃষ্ণর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এই কন্ঠস্বরের নমুনা ইডি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের কাছে নিয়ে নেয়। ফরেনসিক ল্যাবরেটরিতে এই কন্ঠস্বরের নমুনা সুজয়কৃষ্ণর আগের কন্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তারপর সেই রিপোর্ট দেওয়া হবে।
এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রর কন্ঠস্বর সংগ্রহের পুরো ঘটনাটিকে “স্ক্রিপ্টেড” বলে সমালোচনা করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জি-২০ র ডিনারে বা রাজ্যের বকেয়া আদায়ের সময় ভাইপোকে নিয়ে গিয়ে সেটিং করে এসেছেন।”
এসএসকেএম সূত্রে জানা গেছে এই মুহূর্তে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাঁর মনস্তাত্ত্বিক কোনও সমস্যা হচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!