- দে । শ
- মার্চ ৩০, ২০২৪
শাজাহানের সম্পত্তি ৩২.২০ কোটি। বিপুল সম্পদের উৎস কী, খুঁজছে ইডি। ব্যক্তিকেন্দ্রিক দুর্নীতি কি প্ৰভাব ফেলবে লোকসভা ভোটে ?
শাজাহানকে রেহাই দেবে না ইডি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তদন্ত অব্যাহত।সাধারণ পরিবারের সন্তান। যৎ সামান্য জমিজমা ছিল। বাম আমলের শেষ পর্বে মাছের ভেড়ি, জমি জমার ব্যবসায় জড়িয়ে পড়েন। গত একদশকে তাঁর আর্থিক ও ব্যবহারিক দর্প কয়েকগুণ বেনে যায়। জানা যাচ্ছে, ইডির তৎপরতার পর থেকে সামাজিক রোষ তাঁকে ঘেরাও করতে থাকে। মেয়েদের ইজ্জত হানি, গায়ের জোরে জমি ও অর্থ সংগ্রহ থেকে নানা কুকর্মে তাঁর হাত আবিষ্কার করে তদন্তকারী সংস্থা ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রশ্ন উঠতে পারে, এতদিন এঁরা কোথায় ছিলেন ? তাহলে প্রতিশোধের ইচ্ছাও কি জেগে উঠেছে ? তাঁকে ফাঁসাতে তাঁর কৃতকর্ম যতটা দায়ী, তার চেয়েও বেশি বই কম নয় প্ররোচকদের ভূমিকা। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবিরের বিভিন্ন মঞ্চ। যাঁরা সাম্প্রদায়িক মেরুকরণ দাবি করছে। এক্ষেত্রে সর্বভারতীয় চিত্র প্রায় একইরকম। যেখানে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী এবং তফশিলী, আদিবাসীদের বসবাসের বিন্যাস প্রায় সমান সমান, সেখানে বিজেপির ছায়া সংগঠন সামান্য সুযোগ পেলেই উসকানি চাঙ্গা করে দেয়। স্পর্ধা, তাঁর বাহাদুরি, তাঁর উত্থানের প্রতিটি পর্বে শাজাহান বুঝিয়ে দিতে চেয়েছেন, তিনি ধরা ছোঁওয়ার বাইরে। পাপ একদিন ধেয়ে আসে, ভুলে গিয়েছিলেন। আত্ম অন্ধতা গ্রাস করে নেয় তাঁর দৃষ্টিকে। আজ সে খেসারত দিতে হচ্ছে আগাছার মতো।ধরা দিতেই হল। প্রশাসনের তাড়ায় তিনি এখন আটক। ইডিও স্তরে স্তরে আবিষ্কার করছে তাঁর কোটি কোটি টাকার স্থাবর আর অস্থাবর সম্পত্তি। আরম্ভর হাতে অকাট্য প্রমাণ নেই, তবে সংবাদমাধ্যমে প্রকাশিত, ইডিসূত্রের খবর, শাজাহান শেখের ফ্ল্যাট, বাড়ি ও মাছের ভেড়ির মূল্য ১২.৭৮ কোটি টাকা। এছাড়াও তাঁর আরো কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে।
এই বিপুল সম্পত্তির উৎস কী, খোঁজ করছে ইডি।সব মিলিয়ে শাজাহানের সম্পদের পরিমাণ ৩২.২০ কোটি। অবাক হওয়ার মতো বিষয়-আশয়। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার আদালতের অনুমতি চেয়েছে। আদালত সম্মতি দিলেই শাজাহানের দুর্ভাগ্যের জট আরো বাড়বে।
আসন্ন লোকসভা ভোটে ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক এই কুনাট্য কতটা প্রভাব ফেলবে ? হাওয়ায় সেরকম ইঙ্গিত নেই। বিজেপির প্রার্থী দুর্বল। পেছনে দলীয় কোন্দলের চাপ আছে। দ্বিতীয়ত শাজাহানকে ফু বলে হাওয়ায় উড়িয়ে দেবেন বসিরহাটের গ্রামীণ ভোটার। বেছে নেবেন দুর্নীতিহীন, গণ সংলগ্ন প্রার্থীকে। ভেস্তে যাবে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাও।
❤ Support Us