Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২২, ২০২৪

কলকাতা, বোলপুর সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। কেন্দ্রীয় এজেন্সির দল রাজ্যের এক মন্ত্রীর বাড়িতেও

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা, বোলপুর সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। কেন্দ্রীয় এজেন্সির দল রাজ্যের এক মন্ত্রীর বাড়িতেও

শুক্রবার সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা শুরু রাজ্যে । কলকাতা, বোলপুর সহ একাধিক জায়গায় শুরু হয়েছে তাদের তল্লাশি অভিযান । শুক্রবার সকালে, বোলপুরের নিচুপট্টিতে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছোয় কেন্দ্রীয় এজেন্সির একটি দল । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই তাঁর বাড়ি ঘিরে ফেলেছে । প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তেই এই অভিযান বলে প্রাথমিক সূত্রে খবর । বাড়িতে মন্ত্রী না থাকায়, তাঁর পরিবারের সদস্যদেরই জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারীকেরা ।

গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সি রাজ্যের একাধিক মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান চালাচ্ছে । বুধবারই তাঁরা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকা হানা দিয়েছিল । ২৪ ঘণ্টার ওপর সেই অভিযান চলে । বৃহস্পতিবার বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তাঁদের পাশাপাশি আয়কর দফতরও সক্রিয় রাজ্যে । লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার পেছনে গেরুয়া অভিসন্ধিকেই দায়ী করেছে রাজ্যের শাসক দল ।

শুক্রবার কলকাতার চেতলা, লেকটাউন সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!