Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৮, ২০২৩

নিয়োগ দুর্নীতির তদন্তে শহর জুড়ে একাধিক জায়গা তল্লাশি ইডির

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়োগ দুর্নীতির তদন্তে শহর জুড়ে একাধিক জায়গা তল্লাশি ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পিতার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি। ক্যানিং স্ট্রিটের একটি অফিসে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে অফিসটি রাজেশ দোসি নামে এক চার্টার্ড অ্যাকাউন্টান্টের। মানিকতলার দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। মোট ৯টি জায়গায় ইডির তল্লাশি চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। তবে এখনও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি। তবে বিরোধীরা বলছেন, ইডি ইচ্ছাকৃত ভাবেই কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহে ঢিলেমি করছে। কারণ কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় যোগ স্পষ্ট হয়ে যাবে।

সাত সকালে হাজির হওয়ায় বন্ধ ছিল ওই চার্টার্ড অ্যাকাউন্টের অফিস। চাবির জন্য ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের। কারণ ওই চার্টার্ড অ্যাকাউন্ট প্রাতঃভ্রমণে গিয়েছিলেন। তারপর চাবি পেয়ে  তদন্তকারীরা অফিসের ভেতরে প্রবেশ করে অফিসে থাকা সব নথি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়নরা গোটা অফিস ঘিরে রেখেছে।

রাজেশ দোসি নামে ওই চার্টার্ড অ্যাকাউন্সের আরও দুটি দফতরে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। কাঁকুরগাছি এবং মানিকতলায় দুটি জায়গায় সকাল থেকে ইডির অভিযান শুরু হয়েছে। মানিকতলা রোডে একটি বহুতলেও তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেও কলকাতা শহরের একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালায় ইডি। তবে কীসের সূত্র ধরে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

প্রসঙ্গত গত কয়েক মাসে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সর্বশেষ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে । তাঁর অফিসে এবং বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির তদন্তকারীরা। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী বাকিবুর রহমানকে আগেই গ্রেফতার করেছে তদন্তকারীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!