- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১২, ২০২৪
তাপস রায়ের মোবাইল বাজেয়াপ্ত করল ইডি । দুর্নীতিতে জড়িত নই, প্রতিক্রিয়া বিধায়কের
শুক্রবার সন্ধ্যায় প্রায় ১২ ঘণ্টা জেরার পর বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডির তদন্তকারী দল। তার পরেই তাপস রায় বলেন, “রাজনীতিতে আছি বলে আমার বাড়িতে ইডি এসেছিল। আমি কোনওদিন কোনও দুর্নীতিতে জড়াইনি। আমার মেবাইল ফোন নিয়ে গিয়েছে। আর জনপ্রতিনিধি হওয়ার জন্য আমায় অনেকে তাঁদের বায়োডেটা দিয়ে যায়, সেগুলো নিয়ে গেছে। ইডি কেন এসেছে আমি জানি না। কিছুদিন অপেক্ষা করুন, জানতে পারবেন।”
তাপস রায় শুক্রবার বিকেলে ইডির তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার পর জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, আমি বলতে পারব না কেন আমার বাড়িতে ইডি এসেছিল। আমার বাড়িতে অনেক কাগজ। আমি জনপ্রতিনিধি, আমায় কেউ বায়োডেটা দিলে আমি যদি না নিই, তাহলে আমায় আবার বলা হবে আমি একালাকার সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রাখি না।
তাপস রায় দাবি করেন, বরানগর পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে পুরপ্রধান অপর্ণা মৌলিককে তিনি চেনেন বলেও জানান।
❤ Support Us