শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
হিংসার পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করার পথে হাঁটল ইথিওপিয়া সরকার। তবে, সমগ্র দেশে না বিশেষ কোনো অংশে তা স্পষ্ট করে এখনো জানায়নি প্রশাসন। মূলত দেশের জাতীয় সেনাবাহিনী ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও ফানো মিলিশিয়ার দ্বন্দ্বে কদিন ধরেই আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিয়েছিল। তাই শান্তি ও স্থিতাবস্থার পুনঃস্থাপনে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ।
সংবাদ সংস্থার খবর, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রচলিত আইনি ব্যবস্থায় বিদ্রোহীদের সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা প্রয়োজন হয়ে পড়েছিল। আসলে জনসংখ্যার দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল আমহারাতে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। সেখানে ফানো মিলিশিয়া সরকারি সেনা ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স-এর সেনাদের মধ্যে লড়াই শুরু হয়েছে। একসময় দেশের অভ্যন্তরীণ গৃহবিবাদে এই অস্থায়ী সেনার দল দেশের সরকারের পাশে থাকলেও কিছু কারণে আজ তাঁদের মধ্যে বৈরিতার সম্পর্ক দেখা দিয়েছে। সেকারণে গত মঙ্গলবার থেকেই আমরোহার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দু পক্ষের সেনাদের বন্দুক হাতে সম্মুখ সমরে অবরতীর্ণ হতে। স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনায় এতটাই হতচকিত ও ভীত যে কেউই কিছু বলতে চাইছেন না।
হিংসা মোকাবিলায় ব্যর্থ হয়ে আমরোহা প্রশাসন বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। বলা হয়, যে আর্থিক সামাজিক ও মানবিক ক্ষয়ক্ষতি ঘটেছে তার মোকাবিলায় যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তারই প্রেক্ষিতে জরুরি অবস্থার কথা শুক্রবার ঘোষণা করে ইথিওপিয়া সরকার। যার ফলে বহু রাস্তায় এবার থেকে যান চলাচল বন্ধ থাকবে। যেসব জায়গায় অত্যন্ত স্পর্শকাতর সেখানে কার্ফিউ জারি রাখার কথা বলা হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34