- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৩, ২০২৫
১৯ মার্চ বিধানসভায় মুখোমুখি বৈঠক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার ! আমন্ত্রণের জবাবি চিঠিতে কী লিখলেন শুভেন্দু অধিকারী

তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠকে যাবেন না রাজ্যের বিরোধী দলনেতা । বিধানসভায় ওই পদে নিয়োগের সুনির্দিষ্ট কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ১৯ মার্চ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক ডাকা হয়েছে ।
সেই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না বলে রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিবকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী । সেই চিঠিতে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতেই রয়েছে পুলিশ মন্ত্রকের দায়িত্ব । সেই পুলিশ দিয়েই আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধুন ও ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা । এবিষয়ে তিনি আরও লিখেছেন, ঘটনায় জড়িত সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতারা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছেন, ততক্ষণ পুলিশমন্ত্রীর উপস্থিতিতে কোনও বৈঠকে যোগ দেবেন না শুভেন্দু অধিকারী । তিনি চিঠিতে লিখেছেন, এই বিষয়ে তিনি বিবেকের সায় পাচ্ছেন না ।
পদ্ম শিবিরের নেতার এই বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিরোধী দলনেতার বিবেক দংশনের কথা কেন কেন্দ্র এবং কেন্দ্রীয় তদন্তকারী দলকে জানাচ্ছেন না রাজ্যের বিরোধী দলনেতা ।
❤ Support Us