- দে । শ
- মার্চ ৬, ২০২৪
আবার কৃষকদের দিল্লি অভিযান শুরু, যন্তরমন্তরে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি। মিছিল রুখতে তৎপর দিল্লি পুলিশ
‘দিল্লি চলো’ কর্মসূচি নিয়ে এবার যন্তরমন্তরে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নিলেন বিক্ষু্ধ্ব কৃষকরা । বুধবার সকাল থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়েছে । পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ দেশের অন্যান্য কয়েকটি রাজ্য থেকেও কৃষকদের রাজধানীতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তাদের অভিযানকে রুখতে তৎপর দিল্লি পুলিশ । পাঞ্জাব এবং হরিয়ানা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চাই এবার কৃষক আন্দোলনের মূল উদ্দ্যোক্তা । ৩ মার্চ সংযুক্ত কিষান মোর্চার নেতা সরবন সিংহ পান্ধে ঘোষণা করেছিলেন, সাময়িক বিরতির পর বুধবার থেকে ফের দিল্লি অভিযান শুরু করবে । এবার তাঁরা রেল এবং বাসেই দিল্লির উদ্দ্যেশে রওনা দেবেন । উৎপন্ন ফসলে নূন্যতম মূল্যের আইনি স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতেই তাঁদের এই আন্দোলন । ১০ মার্চ গোটা দেশজুড়ে রেল রোকোর ডাকও দিয়েছে কৃষকরা। এবারের প্রতিবাদে প্রায় চারশো কৃষক যোগদান করবে বলে জানা গিয়েছে।
আবার কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা করতেই নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। শম্ভু, সিংঙ্ঘু, খানৌরি এবং টিকরি সীমানাতে পাহারা বৃদ্ধি করেছে পুলিশ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির যন্তরমন্তরে কৃষকরা যে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নিয়েছেন তার অনুমতি দেয়নি পুলিশ। কারণ গত ২৬ ফেব্রুয়ারি থেকেই দিল্লিতে কোনো জনসমাবেশের অনুমতি নেই । যদিও ১৩ ফেব্রুয়ারি শম্ভু এবং কানৌহরি সীমান্তে কৃষকদের মিছিল রুখতে যে ব্যারিকেড বসানো হয়েছিল তা সরিয়ে ফেলা হয়েছে । রেল, মেট্রো স্টেশন এবং বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে । অপ্রিতীকর ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে । শহরে যানজট এড়াতেও নেওয়া হয়েছে ব্যবস্থা।
এর আগের পর্বে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতিনিধি দল কৃষকদের সঙ্গে চারবার আলোচনায় বসলেও কোনো রফাসূত্র বের হয়নি।
❤ Support Us