- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৩, ২০২৩
ইতিহাসের মুখে দাঁড়িয়ে সমকামী দম্পতি, একে অপরের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায়ে
বিশ্ব ক্রিকেটে মহিলাদের সমকামী দম্পতি খুঁজলে বেশ কয়েকটা পাওয়া যাবে। যেমন ইংল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার ন্যাট স্কিভার এবং ক্যাথেরিন ব্রান্ট। পাঁচ বছর ধরে সম্পর্কে জড়িয়ে থেকে অবশেষে গতবছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা প্রথম নন, এর আগেও ক্রিকেট জগতে একাধিক সমকামী বিবাহ হয়েছে। যেমন নিউজিল্যান্ডের অ্যামি সাদারওয়েট ও লিয়া তাহুহু, দক্ষিণ আফ্রিকার মারিজেন কাপ ও ডেন ভ্যান নিয়েকার্ক। তবে মারিজের কাপ ও ডেন ভ্যান নিয়েকার্কের মতো কেউ চমক দেখাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার এই মহিলা দম্পতি এবছর মহিলা প্রিমিয়ার লিগে খেলছেন, তবে আলাদা আলাদা দলের হয়ে।
এবছর নিলামে মারিজানে কাপকে তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, ডেন ভ্যান নিয়েকার্ক খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ৫ মার্চ প্রথম পর্বের সাক্ষাৎকারে স্বামী–স্ত্রীর অবশ্য মুখোমুখি লড়াই করার সুযোগ পাননি। মারিজানে কাপ দিল্লির হয়ে মাঠে নামলেও প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি ডেন ভ্যান নিয়েকার্কের। আজ ওরা দুজন একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন। ডিওআই পাতিল স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে প্রথম একাদশে খেলতে পারেন ডেন ভ্যান নিয়াকার্ক। তিনি মাঠে নামলেই তৈরি হবে ইতিহাস। ক্রিকেট মাঠে প্রথম মুখোমুখি হবে কোনও দম্পতি।
যদিও একই দলের হয়ে দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেছেন মারিজানে কাপ ও ডেন ব্যান নিয়েকার্ক। অস্ট্রেলিয়ার মহিলাদের বিগ ব্যাশ ক্রিকেট লিগে ৫ মরশুম সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন এই দম্পতি। তারপর দুজনের দল আলাদা হয়ে যায়। ২০২১ সালে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে আবার তাঁরা একসঙ্গে খেলার সুযোগ পান। ওভাল ইনভিন্সিবলের হয়ে মাঠে নেমেছিলেন। ওভাল ইনভিন্সিবলকে চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা নিয়েছেন দুজনে।
২০০৯ সালে মাত্র ২ দিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভ্যান নিয়েকের্ক ও মারিজানে ক্যাপের। বিশ্বকাপে ৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ভ্যান নিয়েকের্কের। অন্যদিকে, ১০ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় মারিজানে ক্যাপের। ছোট থেকেই প্রেম এই দুই সমকামী ক্রিকেটারের। অবশেষে ২০১৮ সালের জুলাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের এই দুই সদস্য।
❤ Support Us