Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২, ২০২৩

মোদির আহ্ববানে মিলল না সাড়া, জি২০ বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তৈরি হলো না ঐক্যমত

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির আহ্ববানে মিলল না সাড়া, জি২০ বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তৈরি হলো না ঐক্যমত

রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার জি ২০ গোষ্ঠীর বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সর্বসম্মতভাবে বিবৃতি দেবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় ছিল। জি ২০-তে এবছরে সভাপতিত্বকারী দেশ ভারত। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ২০তে অংশ নেওয়া দেশগুলির বিদেশমন্ত্রীদের উদ্দেশে বলেন, বিশ্ব শাসনব্যবস্থা ব্যর্থ হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশগুলির মধ্যে স্বাভাবিকভাবে যে বহুপাক্ষিক সম্পর্ক থাকার কথা তা অনুপস্থিত। গত কয়েক বছর ধরে যে সমস্যাগুলি সারা দুনিয়ায় প্রকট আকার ধারণ করেছে, এর মাসুল গুনতে হয়েছে কোটি কোটি বিশ্ব নাগরিককে। কখনও জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন, কখনও আবার অতিমারি থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট, সন্ত্রাস ও যুদ্ধের আবহ বিশ্বজুড়ে কায়েম হয়েছে। এই পরিস্থিতিতে দিনের আলোর মতো পরিষ্কার, বিশ্ব শাসনব্যবস্থা অকৃতকার্য।

মোদির এই বক্তব্যের পরে দিনভর জল্পনা চলেছে, জি ২০তে অংশগ্রহণকারী দেশের বিদেশমন্ত্রীরা রাশিয়া বনাম ইউ্ক্রেন যুদ্ধ ঘিরে দুনিয়াজুড়ে যে আর্থ-সামাজিক সঙ্কট দেখা দিয়েছে, সেপ্রসঙ্গে কোনও বিবৃতি দেবেন কিনা। আদৌ সহমত হবেন কিনা অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা? ফল নেতিবাচক।

বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক স্তরে সর্বসম্মত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। বরং ইউক্রেনে যুদ্ধ প্রসঙ্গে কূটনৈতিক স্তরে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গী পৃথক। সর্বসম্মত অবস্থান গ্রহণের জায়গাটায় কার্যত মেরুকরণ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ পশ্চিমী দেশগুলির একাংশে যে মত পোষণ করেছেন, ভিন্ন মত পোষণ করে কয়েকটি দেশ আবার ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়া ও চিনের অবস্থানের সমর্থক।

এসত্ত্বে্ও মন্দের ভালো বলা যেতে পারে, জি ২০ বৈঠকে অংশগ্রহণকারী প্রত্যেক দেশগুলি দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করলেন। বৈঠকের শুরুতে বক্তব্য পেশ করতে গিয়ে মোদি বলেন, বিভেদমূলক ইস্যুগুলি সমাধানে আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। সেই আশায় কার্যত জল ঢেলেছে জি ২০ গোষ্ঠীর অন্তর্গত বিদেশমন্ত্রীদের এদিনের বৈঠক।

জি ২০ -এর অন্তর্গত দেশগুলির তালিকাভুক্ত বিশ্বের এক ডজনেরও বেশি দেশ। এছাড়া বাংলাদেশ, মিশর, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ওমান-সহ আরও ৯টি দেশ ভারতের সভাপতিত্বে চলা জি ২০-এর বৈঠকে যোগ দিয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!