- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩০, ২০২৪
বাজেটের আগে আজ সর্বদলীয় বৈঠক। কংগ্রেস, তৃণমূলের উপস্থিতি নিয়ে সংশয়
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আগামী ১ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি সরকারের শেষ বাজেট। কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার আগে এখন হাতে মাত্র আর একদিন। বাজেট পেশের আগে আজ, মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন দুপুরে সংসদের লাইব্রেরি ভবনে সর্বদলীয় বৈঠক হবে। কেন্দ্রের তরফে সংসদীয় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছে। মূলত, বাজেট অধিবেশনের প্রস্তুতি হিসাবেই সমস্ত দলের সহযোগিতা চাইতে প্রথা অনুযায়ী এই বৈঠকের আয়োজন করা হয়। এছাড়া কোন কোন বিষয়গুলি সরকার পক্ষ তুলে ধরতে চায়, তার রূপরেখাও দেওয়া হয়ে থাকে এই সর্বদলীয় বৈঠকে।
#WATCH | Centre holds all-party meeting, ahead of interim Budget session of Parliament, in Delhi pic.twitter.com/qqvypPIK5g
— ANI (@ANI) January 30, 2024
কেন্দ্রের তরফে সব রাজনৈতিক দলের নেতাদের মঙ্গলবারের সবদলীয় বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও কংগ্রেস বা তৃণমূল যোগ দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গতবারের বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে গরহাজির ছিল কংগ্রেস। তবে তৃণমূল যোগ দিয়েছিল এবং বাজেট সম্পর্কিত একাধিক দাবি জানিয়েছিল। এবারে রাহুল গান্ধি ভারত জোড়ো ন্যায় যাত্রা-য় রয়েছেন। আর সর্বদলীয় বৈঠকের আগের দিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হয়েছেন এবং ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন। তাই এবারের বাজেটের আগের সর্বদলীয় বৈঠকে কংগ্রেস ও তৃণমূলের যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে।
বুধবার, ৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
চলতি বছরই লোকসভা ভোট। তাই ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে এবারে বড় কোনও প্রকল্পের ঘোষণা হওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। লোকসভা ভোটকে লক্ষ্য করে নরেন্দ্র মোদি সরকারের এবারের বাজেট জনমুখী হতে পারে বলেই মনে করা হচ্ছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ বা সিআইআই বাজেট উপস্থাপনের আগেই ইতিমধ্যেই নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ, পেট্রোলিয়াম, বিদ্যুৎ এবং আবাসন খাতকে জিএসটির পরিকাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব-সহ বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে। এই প্রস্তাব কতটা গৃহীত হয় সেটাও দেখার। বণিকসভা কেন্দ্রীয় বাজেটের আগে এই ধরনের সুপারিশ সরকারের কাছে করে থাকে।
❤ Support Us