Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৩

যাদবপুরের সমাবর্তনকে বেআইনি ঘোষণা করলেন রাজ্যপাল, কী হবে পড়ুয়াদের ভবিষ্যৎ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরের সমাবর্তনকে বেআইনি ঘোষণা করলেন রাজ্যপাল, কী হবে পড়ুয়াদের ভবিষ্যৎ ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্যের দাবি, এই সমাবর্তন পুরোপুরি বেআইনি। আচার্যের এই ঘোষণার ফলে যে সমস্ত পড়ুয়ারা সার্টিফিকেট পেয়েছেন , সেই সার্টিফিকেটের কোনও মূল্য থাকছে না। তবে পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

মঙ্গলবার আচার্য সি ভি আনন্দ বোস বলেন, অনুমতি ছাড়াই সমাবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু সমাবর্তন বেআইনি হলে অনুষ্ঠান থেকে দেওয়া সার্টিফিকেটের কোনও মূল্য নেই। যা স্বাভাবিকভাবেই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও রাজ্যপাল জানিয়েছেন, পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে তাঁর নজর রয়েছে। সেই কারণে আইনজীবীর পরামর্শ নেবেন বলেও জানিয়েছেন আচার্য। পাশাপাশি, এদিন উপাচার্যকে সরানোর সিদ্ধান্তের কারণও জানিয়েছেন তিনি। রাজ্যপালের দাবি, বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল, সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ তিনি নিয়েছেন।

 

রাজ্যপালই নিয়োগ করেছিলেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে। আবার রাজভবনের তরফেই শনিবার উপাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। তার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে টানাপোড়েনের মাঝে শেষ পর্যন্ত রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক হয়। নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে শুরু হয় শংসাপত্র প্রদান অনুষ্ঠান। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর উপস্থিতিতে সহ-উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!