Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৪, ২০২৪

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে উঠল গো ব্যাক স্লোগান

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল, কালো পতাকা দেখিয়ে উঠল গো ব্যাক স্লোগান

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচার্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুখেই তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল ছাত্র পরিষদ এবং এআইডিএসও। রাজ্যপালকে তারা কালো পতাকাও দেখায়। প্রতিবাদীদের হাতে ছিল তাদের নিজেদের সংগঠনের পতাকা।

২৪ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে রাজ্যপাল বুধবার বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত ছিলেন। এদিন আচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতেই বিক্ষোভ শুরু করে টিএমসিপি এবং এআইডিএসও- র ছাত্রছাত্রীরা। বিক্ষোভের মুখে পড়ে বেশ কিছুক্ষণ গাড়িতে আটকে থাকতে হয় রাজ্যপালকে৷ তারপর তিনি অনুষ্ঠানে যোগ দেন।
বিক্ষোভকারীদের মুখে স্লোগান ছিল,  পদ্মপাল গো ব্যাক, ছাত্র সংগঠন নির্বাচন হচ্ছে না কার স্বার্থে রাজ্যপাল জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।

রাজ্যপাল এই মুহূর্তে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করেননি, তাই রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। এই আবহে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পেলে তৃণমূল ছাত্র পরিষদ যে বিক্ষোভ দেখাবে সেটাই স্বাভাবিক এবং বুধবার সেটাই হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!