- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ২৮, ২০২৫
গাজা দখলের হুমকি নেতানিয়াহুর, যুদ্ধবন্দীদের কফিনবন্দী দেহ ফেরত পাঠানোর পাল্টা হুঁশিয়ারি হামাসের

হামাসকে কড়া হুমকি ইজরায়েলের প্রধানমন্ত্রীর। বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, বাকি নাগরিকদের মুক্তি না দেওয়া হলে গাজা দখল করবেন। নেতানিয়াহুর এই হুমকির পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাসরাও। পরিস্কার জানিয়ে নিয়েছে, গাজায় হামলা বন্ধ না করলে যুদ্ধে আটকদের কফিনবন্দী দেহ ইজরায়েলে পাঠানো হবে।
সাময়িক যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইজরায়েল নতুন করে আর মেয়াদ বাড়ানোর আগ্রহ দেখায়নি। ১৮ মার্চ থেকে গাজায় আবার ব্যাপক হামলা চালাতে শুরু করে ইজরায়েলি বাহিনী। ক্যান্সার হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা চালায়। বৃহস্পতিবারও গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েল। উত্তর গাজায় জাবালিয়া এলাকায় ইজরায়েলের হামলায় আবদুল লতিফ আল–কানোউ নামে হামাসের এক মুখপাত্র নিহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এখনও পর্যন্ত গাজায় ৮৫৫ জনের মৃত্যু হল।
ইজরায়েলের পরিকল্পনা ছিল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সব বন্দী নাগরিকদের মুক্ত করা। অন্যদিকে, হামাসদের দাবি, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিয়ে যেতে হবে। তাহলেই গাজায় যুদ্ধের স্থায়ী অবসান হবে। প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় ৩৩ জন যুদ্ধবন্দীদের মুক্তি দেয় হামাস। হামাসদের হাতে এখনও ৫৮ জন বন্দী রয়েছেন। বাকিদের মুক্ত করার জন্য নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘আটক নারিকদের মুক্তি না দেওয়ার ব্যাপারে হামাস যত জেদ করবে, আমরা ততই হামলা বাড়াব। গাজার আংশিক দখল নেওয়ারও পরিকল্পনা রয়েছে।’ প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেন, ‘এবার গাজার অন্য এলাকাগুলোতে অভিযান শুরু করা হবে। আরও বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের চলে যাওয়া নির্দেশ দেওয়া হবে।’
বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা দখলের হুমকির পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইজরায়েলের শক্তি খাটিয়ে পণবন্দীদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের দেহ কফিনবন্দী হয়ে ইজরায়েলে ফিরবে। আমরা আটকদের বাঁচিয়ে রাখার আপ্রান চেষ্টা করছি। তবে ইজরায়েলের হামলার কারণে তা কঠিন হয়ে পড়ছে।’ এদিকে, যুদ্ধ বন্ধের দাবিতে ইজরায়েলে তুমুল বিক্ষোভ অব্যাহত। বুধবার রাতে জেরুজালেমে পার্লামেন্টের কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভে সামিল হন। গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তি করে তাদের মুক্ত করার দাবি তোলেন বিক্ষোভকারীরা।
❤ Support Us