Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৯, ২০২২

হিরো মম ! ছয় সন্তানের মায়ের দুরন্ত লড়াই, রুশ সৈনিকদের সঙ্গে তুমুল লড়াই করে বাঁচালেন সহযোদ্ধাদের

রাশিয়ার রকেট হামলায় নিজের বাড়িতেই নিহত ইউক্রেনীয় তারকা-অভিনেত্রী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
হিরো মম ! ছয় সন্তানের মায়ের দুরন্ত লড়াই, রুশ সৈনিকদের সঙ্গে তুমুল লড়াই করে বাঁচালেন সহযোদ্ধাদের

ইউক্রেনে রুশ হানায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েক শ সেনা এবং বহু সাধারণ মানুষ। রাশিয়ার রকেট, বোমায় বিধ্বস্ত ইউক্রেনের হাসপাতাল, বিদ্যালয়, অফিস সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল্ডিং। তিন সপ্তাহ কেটে যাওয়ার পরও রুশ সেনা কিয়েভ দখল করতে পারেনি। ইউক্রেনের সৈন্যরা প্রাণপণে লড়ছেন। মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। বীরের মতো লড়তে লড়তেই যুদ্ধক্ষেত্রে মৃত্যু বরণ করছেন ।

ইউক্রেনের ৪৮ বছরের এক মহিলা সৈনিক ওলগা সেমিডিয়ানোভা প্রবল প্রতিপত্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন রুশ সেনাদের বিরুদ্ধে । ইউক্রেনের দোনেৎস্ক এলাকার ওলগা নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করেছেন৷ তিনি মারা যাওয়ার আগে সহযোদ্ধাদের প্রাণও বাঁচিয়েছেন৷

দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শদাতা অ্যান্টন গেরশেঞ্চেকো ওলাগার সাহসের উদাহরণ দিয়ে বলেছেন রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হলেন ইউক্রেনের ‘হিরো মম’৷ মিররে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ি অ্যান্টন জানিয়েছেন ওলগাকে তাঁরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন৷ তিনি বলেছেন অন্তিম সময় অবধি দেশের জন্য লড়াই করেছেন তিনি দেশের হিরো৷ তিনি আরও জানিয়েছেন ওলগা শেষদিন অবধি তাঁর কাছে হিরো থাকবেন৷

ওলগা ৬ টি অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছিলেন৷ তাঁকে মাদার হিরোইনের সম্মানে সম্মানিত করা হয়েছে৷ ইউক্রেনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়৷ যে মায়েরা খুবই কৃতী তাঁদেরকে৷ এই অ্যাওয়ার্ড তাঁদেরকে দেওয়া হয় যাঁর পাঁচের থেকে বেশি সন্তানের মা হন৷

ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধে সাধারণ মানুষদেরও নিশানা করেছে রাশিয়ার সৈনিকরা৷ যুদ্ধের বিভিন্ন ভয়াবহ ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে৷ যাতে যুদ্ধের ভয়াবহতা দেখা গিয়েছে৷ এইরকমই একটা ভিডিও সামনে এসেছে৷ যা খুবই দুঃখজনক৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার ট্যাঙ্কের সামনে আসা এক ইউক্রেনের বৃদ্ধকে একদম চেপে দিয়ে বেরিয়ে গেছে৷ একে মানুষ হত্যা করা মনে করেছেন৷ আন্তর্জাতিক কোর্টে দ্য হেগ এই মামলা পাঠানো হয়েছে৷ সেখান এই সংক্রান্ত ছবি ও ভিডিও পাঠানো হয়েছে৷ রাশিয়ার রকেট হামলায় নিজের বাড়িতেই নিহত ইউক্রেনীয় তারকা-অভিনেত্রী । ইউক্রেন ক্রাইসিস বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘কিভের বহুতল আবাসনে রকেট হামলা চালানোর সময় একজন অসাধারণ শিল্পী ওকসানা শোভেতসের মৃত্যু হয়েছে।’

বৃহস্পতিবার রকেট হামলা চালায় রাশিয়া। তাতেই নিহত হয়েছেন ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা শোভেতস। থিয়েটারের জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি। তাঁর দলের তরফেই ওকসানার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘কিভের বহুতল আবাসনে রকেট হামলা চালানোর সময় একজন অসাধারণ শিল্পী ওকসানা শোভেতসের মৃত্যু হয়েছে।’

৬৭ বছরের অভিনেত্রী ইউক্রেনের সর্বোচ্চ শিল্প সম্মানে ভূষিত হয়েছিলেন। সেটিকে বলা হয়, ‘হনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন’। কয়েকদিন আগেই আরেক ইউক্রেনীয় অভিনেতার মৃত্যু হয়েছিল। রুপোলি পর্দা ছেড়ে হাতে কালাশনিকভ তুলে নিয়েছিলেন। দেশ বাঁচাতে পা রেখেছিলেন যুদ্ধক্ষেত্রে। শত্রুর হামলায় সেই যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারান ইউক্রেনের অভিনেতা পাশা লি। মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় প্রতিভাবান ইউক্রেনীয় অভিনেতা ও টিভি উপস্থাপক পাশার জীবন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!