- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৮, ২০২৪
ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা তোলার আবেদন খারিজ, বিপাকে কংগ্রেস
লোকসভা ভোটের আগে বিপাকে কংগ্রেস। কর সংক্রান্ত মামলায় গত মাসে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করেছিল আয়কর দপ্তর। কংগ্রেস আয়কর আপিল ট্রাইবুনালে অনুরোধ করেছিল ১০ দিনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি চালু রাখার। শুক্রবার কংগ্রেসের এই আবেদন খারিজ করে দিয়েছে আয়কর ট্রাইবুনাল। এখন প্রশ্ন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের টাকা আসবে কোথা থেকে। আয়কর ট্রাইবুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
২০১৮–১৯ আর্থিক বছরে একটা বিতর্কিত কর সংক্রান্ত ব্যাপারে আয়কর বিভাগের সঙ্গে মামলায় জড়িয়ে পড়ে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ দাবি করা হয়েছিল যে আয়কর রিটার্ন জমা দিতে মাত্র ৪৫ দিন হয়েছিল। সেজন্য ২১০ কোটি টাকা জরিমানা করেছিল আয়কর দপ্তর। শুধু তাই নয়, কংগ্রেসের দাবি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অগণতান্ত্রিকভাবে আয়কর দপ্তর ৬৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হওয়ায় সমস্যায় পড়ছে কংগ্রেস। কর্মীদের বেতন দিতে পারছে না। ভোটের প্রচারে খরচও করতে পারছে না।
সমস্যা থেকে বেরিয়ে আসতে আয়কর আপিল ট্রাইবুনালে আয়কর দপ্তরের নির্দেশের ওপর ১০ দিনের স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ জানায়, যাতে হাইকোর্টে দ্বারস্থ হতে পারে। আয়কর আপিল ট্রাইবুনাল সেই আবেদন খারিজ করে দিয়েছে। কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন জানিয়েছেন, ‘আয়কর আপিল ট্রাইবুনালের রায়ের আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।’
❤ Support Us