- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
খড়গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, প্রাণে বাঁচলেন দুই পাইলট
প্রশিক্ষণ চলাকালীন খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটা যুদ্ধবিমান। ঘটনাটি ঘটেছে খড়গপুর থানার দিসায়া এলাকার মুরকুনিয়া গ্রামে। যদিও প্যারাসুটের মাধ্যমে নেমে প্রাণে বেঁচে গিয়েছেন বিমানে থাকা দুই পাইলট।
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে বিকেল ৩টে ৩৫ নাগাদ। বিকট শব্দে একটা ধানক্ষেতে ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। বিমান ভেঙে পড়ার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে কলাইকুন্ডা এয়ারবেসে খবর পাঠায়। সেখান থেকে হেলিকপ্টারে দ্রুত ঘটনাস্থলে হাজির হন বায়ুসেনার আধিকারিকরা।
বিমানটি প্রশিক্ষণ দেওয়ার জন্য কলাইকুন্ডা এয়ারবেস থেকে উড়েছিল। প্রশিক্ষণ চলাকালীনও বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি বুঝে খারাপ বুঝে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন দুই পাইলট। ফলে কোনওরকমে প্রাণে বেঁচে যান এয়ারফোর্সের ওই দুই পাইলট।কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
❤ Support Us